108MP Camera এবং 20GB RAM এর সঙ্গে ভারতে লঞ্চ হল Realme 10 Pro+ স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

গত 8 ডিসেম্বর Realme ভারতে তাদের Realme 10 Pro Series পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে Realme 10 Pro 5G এবং Realme 10 Pro+ 5G নামের দুটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই দুটি ফোনেই আকর্ষণীয় লুক এবং স্টাইলিশ ডিসপ্লের পাশাপাশি শক্তিশালী ব্যাটারি, দুর্দান্ত ক্যামেরা এবং অসাধারণ স্পেসিফিকেশন রয়েছে। Realme 10 Pro 5G ফোনটির সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন। এই পোস্টে Realme 10 Pro+ 5G স্মার্টফোনের ফিচার, স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: এইভাবে আইফোনে এক্টিভেট করুন 5G, জেনে নিন সম্পূর্ণ প্রসেস

Realme 10 Pro+ এর স্পেসিফিকেশন

কোম্পানির Realme 10 Pro+ ফোনটিতে 2412 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির FHD+ কার্ভড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে EMOLED প্যানেল দিয়ে তৈরি যা 120 হার্টস রিফ্রেশরেট এবং 360 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। এই ডিসপ্লে 1.07 বিলিয়ন কালার, 100% কালার গামুট ডিসিআই-পি3, 800 নিটস ব্রাইটনেস এবং 5000000:1 কন্ট্রাস্ট রেশিও সাপোর্ট করে।

Realme 10 Pro+ ফোনটি Android 13 বেসড রিয়েলমি ইউআই 4.0 এর সঙ্গে পেশ করা হয়েছে যা 2.6 গিগাহার্টস ক্লক স্পীড যুক্ত 64 বিট অক্টাকোর প্রসেসর যুক্ত এবং 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Mediatek Dimensity 1080 চিপসেটে রান করে। জানিয়ে রাখি ভারতে এই প্রথম কোনো স্মার্টফোন এই চিপসেটের সঙ্গে লঞ্চ করা হল। Realme 10 Pro+ ফোনটি 8GB Virtual RAM সাপোর্ট করে। জার ফলে ফোনের 12GB ইন্টারনাল RAM এর সঙ্গে মিলে মোট 20GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যায়। আরও পড়ুন: ডিসেম্বরেই লঞ্চ হবে 60MP সেলফি ক্যামেরা সহ Moto X40 15 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস 

ফটোগ্রাফির জন্য Realme 10 Pro+ ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে f/1.75 অ্যাপার্চারযুক্ত 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং f/2.2 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে f/2.45 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Realme 10 Pro+ ফোনটি 5G এবং 4G উভয় নেটওয়ার্কে কাজ করে। এই ফোনে ডুয়েল সিম এবং 3.5 এমএম হেডফোন জ্যাক সহ সমস্ত বেসিক কানেক্টিভিটি ফিচার রয়েছে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে এবং পাওয়ার ব্যাকআপের জন্য 67 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যুক্ত 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি মাত্র 17 মিনিটের মধ্যেই 50 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে Xiaomi 13 5G এবং Xiaomi 13 Pro স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

Realme 10 Pro+ এর দাম

Realme 10 Pro+ ফোনটি ভারতের মার্কেটে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 6GB RAM এর সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। একইভাবে ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টে 8GB RAM এর সঙ্গে 128GB মেমরি এবং সবচেয়ে বড় ভেরিয়েন্টে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

Realme 10 Pro+ 5G এর 6GB RAM ভেরিয়েন্ট 24,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে ফোনটির 8GB RAM + 128GB Storage মডেলের দাম 25,999 টাকা এবং 8GB RAM + 256GB Storage এর দাম 27,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি আগামী 14 ডিসেম্বর থেকে Dark Matter, Nebula Blue এবং Hyperspace Gold কালার অপশনে সেল করা হবে। আরও পড়ুন: Free Fire এর সাথে Sigma Battle Royale এর কি কানেকশন? জেনে নিন কতটা সুরক্ষিত এই গেমটি 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here