Google গত মাসে অ্যান্ড্রয়েডের সবচেয়ে লেটেস্ট অপারেটিং সিস্টেম Android Q পেশ করেছে। গুগল এখনও পর্যন্ত এই নতুন ওএসের নাম জানায়নি, তবে গ্লোবাল মঞ্চে কোম্পানি এই নতুন অপারেটিং সিস্টেম সেলআউট করে দিয়েছে। নতুন অ্যান্ড্রয়েড পেশ করার সঙ্গে সঙ্গে গুগল 21টি স্মার্টফোনের একটি লিস্ট পেশ করেছে যারা Android 10 অর্থাৎ Android Q এর আপডেট সবার আগে পাবে। এই লিস্টে দুটি শাওমি ফোনের নামও আছে। এবার শাওমি ফ্যানদের খুশি করে তাদের 11টি স্মার্টফোনের একটি লিস্ট পেশ করেছে যারা খুব তাড়াতাড়ি Android Q তে আপডেট হয়ে যাবে।
BSNL পেশ করলো 168 টাকার নতুন প্ল্যান, 90 দিনের ভ্যালিডিটির সঙ্গে পাওয়া যাবে অজস্র সুবিধা
Xiaomi তাদের অফিসিয়াল স্টেটমেন্টে কোম্পানির 11টি স্মার্টফোনের নাম ঘোষণা করেছে যাদের সবার আগে Android Q তে আপডেট করা হবে। ভারতীয় ফ্যানদের জন্য খুশির খবর হলো এই 11টি ফোনের লিস্টে এমন কিছু স্মার্টফোনের নাম আছে যা ইতিমধ্যে ভারতে লঞ্চের পর নিজেদের হিট প্রমাণ করেছে এবং ভারতের লক্ষ লক্ষ স্মার্টফোন ইউজার এই ফোনগুলি ব্যবহার করে। Android Q যে আপডেট হতে চলা এই ফোনের লিস্টে হাইএন্ড ফ্ল্যাগশিপ থেকে শুরু করে সস্তা স্মার্টফোন পর্যন্ত সব ধরনের ফোনই আছে।
যে 11টি শাওমি স্মার্টফোন সবার আগে Android Q তে আপডেট হবে তা হলো:
Redmi Note 7
Redmi Note 7 Pro
Redmi K2
Redmi K2 Pro
Mi Mix 2S
Xiaomi Mi Mix 2
Xiaomi Mi 9
Xiaomi Mi 9 SE
Xiaomi Mi 8
Xiaomi Mi 8 Explorer Edition
Xiaomi Mi 8 Screen Fingerprint Edition
TikTok এ শেয়ার হলো আত্মহত্যার ভিডিও, আরও একবার প্রশ্নের কাঠগড়ায় এই জনপ্রিয় অ্যাপ
উপরোক্ত স্মার্টফোনের লিস্ট পেশ করার সঙ্গে সঙ্গে শাওমি জানিয়েছে লিস্টে উল্লেখ্য ফ্ল্যাগশিপ সেগমেন্টে লঞ্চ হওয়া স্মার্টফোনগুলি বছরের শেষ তিনমাসে Android Q তে আপডেট করা হবে। আবার কোম্পানির মিড রেঞ্জ Redmi Note 7 সিরিজ আগামী বছর অর্থাৎ 2020 সালের প্রথম তিনমাসে এই নতুন অ্যান্ড্রয়েড ওএসের আপডেট পাবে। প্রসঙ্গত কোম্পানি এই মাসেই তাদের রেডমি কে সিরিজের হাইএন্ড Redmi K20 ও Redmi K20 Pro ভারতে লঞ্চ করবে।
Google Android Q beta 3 ভার্সন OTA অর্থাৎ ওভার দ্য এয়ারের সঙ্গে System Image Flash এর সাহায্যে ফোনে ডাউনলোড করা যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন