12GB RAM সহ ভারতে লঞ্চ হল Realme 12 Pro 5G ফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম

রিয়েলমি 2024 সালের শুরুতে তাদের ‘রিয়েলমি 12 সিরিজ’ পেশ করেছিল। কোম্পানির পক্ষ থেকে ভারতে realme 12 Pro 5G এবং realme 12 Pro+ 5G লঞ্চ করা হয়েছিল। কোম্পানি এই সিরিজের ‘প্রো’ মডেলটি 8GB RAM সহ বাজারে এনেছিল, এবার এই ফোনের ক্ষমতা আরও বাড়িয়ে ভারতের বাজারে realme 12 Pro এর 12GB RAM ভেরিয়েন্ট পেশ করা হয়েছে। কোম্পানি এই ফোনটি ‘largest ever RAM in a curved smartphone’ টাইটেল সহ প্রকাশ করেছে।

realme 12 Pro এর দাম

 

ভেরিয়েন্ট দাম
8GB RAM + 128GB Storage ₹25,999
8GB RAM + 256GB Storage ₹26,999
12GB RAM + 256GB Storage ₹28,999

 

কোম্পানি তাদের রিয়েলমি 12 প্রো ফোনের 12GB RAM মডেলটি 28,999 টাকা দামে লঞ্চ করেছে। এই ফোনে 256GB স্টোরেজ রয়েছে। প্রাইমারি সেলে এই ভেরিয়েন্টটির দামে 4,000 টাকা ব্যাংক ডিসকাউন্ট পাওয়া যাবে। এর ফলে HDFC, ICICI, Axis এবং SBI ডেবিট কার্ড ইউজাররা ফোনটি পাবেন মাত্র 24,999 টাকার বিনিময়ে। আগামী 15 মার্চ থেকে কোম্পানির ওয়েবসাইট এবং ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনের সেল শুরু হবে।

realme 12 Pro এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: রিয়েলমি 12 প্রো 5জি ফোনে 2412 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে। এই কার্ভড ওএলইডি স্ক্রীন 120 হার্টজ রিফ্রেশ রেটে কাজ করে। এর সঙ্গে এটি 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 950 নিট ব্রাইটনেস এবং 2160 হার্টজ পিডবলিউএম ডিমিং ফিচার সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেকনোলজি দেওয়া হয়েছে।

প্রসেসর: রিয়েলমি 12 প্রো 5জি ফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং রিয়েলমি ওয়ান ইউআই 5.10 সহ কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি এবং 2.2 গিগাহার্টজ ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 অ্যাক্টাকোর প্রসেসর রয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 710 জিপিইউ যোগ করা হয়েছে।

ক্যামেরা: রিয়েলমি 12 প্রো 5জি ফোনটিতে ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল সোনী IMX882 প্রাইমারি সেন্সর, 32 মেগাপিক্সেল IMX709 টেলিফটো লেন্স এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য রিয়েলমি 12 প্রো 5জি ফোনে 67ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং টেকনোলজি সহ 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ফোনটি ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে চার্জ করা যায়।

5জি ক্ষমতা: রিয়েলমি 12 প্রো 5জি ফোনটিতে 9টি 5জি ব্যান্ড রয়েছে। এই স্মার্টফোনটি n1, n3, n5, n8, n28B, n40, n41, n77 এবং n78 5জি ব্যান্ডগুলি সাপোর্ট করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here