আপনি যদি Oneplus 9 5G স্মার্টফোনটি কেনার প্ল্যান করে থাকেন, তাহলে আর দেরি করবেন না। কারণ বর্তমানে এই ফোনে 12,000 টাকারও বেশি ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আপনারা এখন এই ফোনটি মাত্র 36,249 টাকায় কিনতে পারবেন। তবে Oneplus 9 এর এই অফারটি কিন্তু শুধুমাত্র মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ডিজিটাল এ সীমিত সময়ের জন্য পাওয়া যাচ্ছে। এই ফোনের ডিজাইন থেকে শুরু করে পারফরম্যান্স সবই কিন্তু আপনাকে মুগ্ধ করবে। এই ফোনে আপনারা Qualcomm Snapdragon এর শক্তিশালী প্রসেসর এবং গ্লাস বডির সাথে Hasselblad ক্যামেরা ইন্টিগ্রেশন পাবেন। এর পাশাপাশি ফোনটিতে আরও অনেক দুর্দান্ত ফিচার দেওয়া হয়েছে।
Oneplus 9 5G এর অফার
আপনাদের জানিয়ে রাখি যে গত বছর কোম্পানি 49,999 টাকায় Oneplus 9 5G লঞ্চ করেছিল। বর্তমানে এই ফোনটি 37,999 টাকায় পাওয়া যাচ্ছে। এর সাথে রিলায়েন্স ডিজিটালে এই ফোনে 1,750 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই অফারের মাধ্যমে আপনারা এই ফোনটি মাত্র 36,249 টাকায় কিনতে পারবেন। এই ডিভাইসটি এখানে সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি কোম্পানি এই ফোনে আরও অনেক অফার দিচ্ছে। যেকোনো ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করে আপনি এতে অতিরিক্ত 5% ডিসকাউন্ট পেতে পারেন। অন্যদিকে, আপনি যদি MobiKwik Wallet-এর মাধ্যমে পেমেন্ট করেন তাহলে অতিরিক্ত 1,000 টাকা ছাড় পাবেন। এছাড়াও, IndusInd Bank ক্রেডিট কার্ডে EMI তে 1,500 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
Oneplus 9 5G এর স্পেসিফিকেশন
Oneplus 9-এর স্পেসিফিকেশন সম্পর্কে বলতে গেলে, আপনারা এই ফোনে 6.55 ইঞ্চি স্ক্রিন পাবেন। পাশাপাশি কোম্পানি এই ফোনে AMOLED প্যানেল ব্যবহার করেছে। এই ফোনটিতে 120Hz রিফ্রেশরেট সাপোর্ট রয়েছে। যার গেমিং এক্সপেরিয়েন্স বেশ ভালো।
পারফরম্যান্স সম্পর্কে কথা বলতে গেলে, কোম্পানি এই ফোনে একটি Qualcomm Snapdragon 888 চিপসেট দিয়েছে এবং আপনারা এই ফোনে Quad-core প্রসেসর পাবেন যা সর্বাধিক 2.84GHz ক্লক স্পিড সাপোর্ট করে। এই ফোনটি 8 জিবি এবং 12 জিবি র্যামের র্যাম অপশনের সাথে আসে। স্টোরেজের কথা বললে এই ফোনটি 128 জিবি এবং 256 জিবি স্টোরেজ এর অপশন সহ পেশ করা হয়েছে।
OnePlus 9-এ একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।এই ফোনের প্রাইমারি ক্যামেরাটি 48 MP যা Hasselblad টেকনোলজি সাপোর্ট সহ আসে।।এই ফোনের দ্বিতীয় সেন্সরটি 50 MP এর যা ওয়াইড অ্যাঙ্গেল সাপোর্ট করে। এই ফোনটির তৃতীয় সেন্সরটি 2 MP এবং এটি একটি মনো ক্যামেরা। ফ্রন্টের কথা বললে, আপনারা এই ফোনে একটি 16 MP সেলফি ক্যামেরা পাবেন।
পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনে একটি 4,500 mAh ব্যাটারি রয়েছে যা 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









