গত বছর Motorola ভারতীয় বাজারে তাদের মিড বাজেট রেঞ্জে Moto G85 5G স্মার্টফোনটি লঞ্চ করেছিল। এই ফোনটি Snapdragon 6s Gen 3 প্রসেসর এবং 24GB RAM (12GB+12GB) সহ লঞ্চ করা হয়েছিল। এছাড়াও ফোনটিতে 32MP Selfie ক্যামেরা রয়েছে। বর্তমানে কোম্পানির পক্ষ থেকে স্টাইলিশ ডিজাইন সহ ফোনটি 2 হাজার টাকার ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। এই অফার সহ ফোনটি অনেকটাই কম দামে কেনা যাচ্ছে।
Moto G85 5G এর দাম
ভারতে Moto G85 5G ফোনের 8GB RAM এবং 12GB RAM অপশন সেল করা হয়। কোম্পানির পক্ষ থেকে এই দুটি স্টোরেজ ভেরিয়েন্টে 2 হাজার টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। বর্তমানে 8GB RAM সহ মডেলটি মাত্র 15,999 টাকা এবং 12GB RAM সহ মডেলটি 17,999 টাকা দামে কেনা যাবে। হিসাব করলে দেখা যায় এই অফারে 12GB RAM সহ 5G ফোনটি 8GB RAM মডেলের দামে কেনা যাবে।
Moto G85 5G | লঞ্চ প্রাইস | ডিসকাউন্ট | এফেক্টিভ প্রাইস |
8GB RAM + 128GB Storage | ₹17,999 | ₹2,000 | ₹15,999 |
12GB RAM + 256GB Storage | ₹19,999 | ₹2,000 | ₹17,999 |
জানিয়ে রাখি মোটোরোলা এই অফার 17 মে থেকে 25 মে পর্যন্ত চলবে। এই সময় কোম্পানির ওয়েবসাইট সহ অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে Moto G85 5G ফোনটি কম দামে সেল করা হচ্ছে। ফোনটি Viva Magenta, Cobalt Blue, Olive Green এবং Urban Grey কালার অপশনে কেনা যাবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফোনটি কেনার জন্য বা ফোনের ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন।
Moto G85 5G এর স্পেসিফিকেশন
- 6.67″ pOLED 3D Curved Display
- Qualcomm Snapdragon 6s Gen 3
- 12GB RAM Boost
- 50MP Rear Camera
- 32MP Front Camera
- 5,000mAh Battery
- 30W TurboPower
ডিসপ্লে
Moto G85 5G ফোনে 6.67 ইঞ্চির FHD+ pOLED 3D কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 20:9 আসপেক্ট রেশিও, 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 1600 নিটস পীক ব্রাইটনেস রয়েছে। এই ফোনে সুরক্ষার জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
প্রসেসর
এই ফোনে প্রসেসিঙের জন্য 6 ন্যানোমিটার প্রসেসর তৈরি 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 6এস জেন 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য ফোনটিতে অ্যাড্রিনো 619 জিপিইউ রয়েছে। আমাদের করা টেস্টে ফোনটি AnTuTu Score 471687 পেয়েছে।
স্টোরেজ
Moto G85 5G ফোনে 12GB পর্যন্ত RAM রয়েছে। ফোনটির RAM বুস্ট টেকনোলজির মাধ্যমে 24GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। এর সঙ্গে এই ফোনে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে OIS ফিচার সহ এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 50MP Sony LYT600 প্রাইমারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য Moto G85 5G ফোনে 30W টার্বো চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। আমাদের টেস্ট চলাকালীন 11 ঘন্টা 33 মিনিট PC Mark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে 34 ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ পাওয়া যায়। আমাদের টেস্টে 20% থেকে 100% ফুল চার্জ হতে 62 মিনিট সময় লেগেছে।
Moto G85 5G এর প্রাইস রেঞ্জে অন্যান্য বেস্ট ফোন
জানিয়ে রাখি গত বছর Moto G85 5G ফোনটি লঞ্চ করা হয়েছিল। এই ফোনটির লুক অত্যন্ত স্টাইলিশ ও স্পেসিফিকেশন যথেষ্ট শক্তিশালী হলেও ফোনটি এক বছরের পুরনো। তাই Moto G85 5G ফোনটির পাশাপাশি এই প্রাইস রেঞ্জে বাজারে উপস্থিত লেটেস্ট CMF Phone 2 Pro সহ realme 14T, Infinix Note 50s এবং OPPO K13 5G ফোনগুলিও বেশ উল্লেখযোগ্য।