ওপ্পো রেনোর লঞ্চ ডেট হল কনফার্ম, 10এক্স জুম, ট্রিপল ক‍্যামেরা ও 5জির সঙ্গে হবে পেশ

ওপ্পো তাদের সাব ব্র‍্যান্ড রেনোর প্রথম স্মার্টফোন লঞ্চের জন্য প্রস্তুত। দীর্ঘদিন ধরে ফোনটি সম্পর্কে একাধিক লিক ও তথ্য সামনে এসেছে। এবার একটি ওয়েবসাইট ওপ্পো রেনোর লঞ্চ ডেট ঘোষণা করল। এখন লিক ছাড়াও কোম্পানি স্বয়ং অফিসিয়ালি ফোনটির কিছু ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়ে দিয়েছে। কোম্পানি জানিয়ে দিয়েছিল আপকামিং ওপ্পো রেনো ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ, 10এক্স জুম, 48 মেগাপিক্সেল সোনী আইএম‌এক্স586 সেন্সর ও এইচডিআর সাপোর্ট করবে।

লঞ্চের আগে লিক হল রিয়েলমি 3 প্রোর স্পেসিফিকেশন, এতে থাকবে স্ন‍্যাপড্রাগন 710

পকেট রিঙ্ক নামক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী কোম্পানি ওপ্পো রেনো লঞ্চের জন্য মিডিয়া ইনভাইট পাঠানো শুরু করে দিয়েছে। ইনভাইট অনুযায়ী কোম্পানি 24 এপ্রিল জিউরিকে একটি ইভেন্টের মঞ্চে এই হ‍্যান্ডসেটটি লঞ্চ করবে। মিডিয়া ইনভাইটে “বিয়ন্ড দা অভিয়স” ট‍্যাগলাইন ব‍্যবহার করা হয়েছে। ইনভাইট অনুযায়ী এই ইভেন্টটি 24 এপ্রিল দুপুর 2টো থেকে 6টা সিইএসটি (ভারতীয় সময় অনুযায়ী বিকাল 5:30 থেকে রাত 9:30 পর্যন্ত) চলবে।

প্রসঙ্গত এর আগে 1 এপ্রিল ওপ্পোর অফিসিয়াল ওয়েবসাইটসহ চীনের শপিং সাইটে ওপ্পো রেনো রেজিস্ট্রেশনের জন্য লিস্টেড হয়ে গেছে। যেখানে রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে কোম্পানির পক্ষ থেকে ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে জানিয়ে দিয়েছে। এই তথ্যে বলা হয়েছিল ওপ্পো রেনো আগামী 10 এপ্রিল টেক মঞ্চে পা রাখতে চলেছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ20 ভারতে হল লঞ্চ, এই দুর্দান্ত ফোনটি দেবে শাওমি নোট 7 প্রোকে টক্কর

কিছু দিন আগে ওপ্পো রেনো চীনা সার্টিফিকেশন সাইট টেনাতে লিস্টেড করা হয়েছে। টেনাতে ওপ্পো রেনোর দুটি মডেল লিস্টেড করা হয়েছে যার নাম পিসিএটি00 ও পিসিএএম00 বলা হয়েছে। টেনাতে ওপ্পো রেনোর ডিসপ্লে 6.4 ইঞ্চির বলা হয়েছে যা ফুল এইচডি+ রেজলিউশন সাপোর্ট করবে। টেনার লিস্টিঙে প্রসেসরের কথা বলা হয়নি তবে জানা গেছে প্রসেসরটি 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত হবে। ওপ্পো রেনো কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটে রান করবে।

টেনার তথ্য অনুযায়ী ওপ্পো রেনো তিনটি ভেরিয়েন্টে পেশ করা হবে। এই ফোনের সবচেয়ে বড় ভেরিয়েন্ট 8 জিবি র‍্যামসহ 256 জিবি ও 128 জিবি মেমরির সঙ্গে লঞ্চ করা হবে। এক‌ই ভাবে টেনাতে বলা হয়েছে ফোনটির তৃতীয় ভেরিয়েন্টে 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের কথা বলা হয়েছে। সাইটে ওপ্পো রেনোর পিঙ্ক ও গোল্ড কালার ভেরিয়েন্ট দেখানো হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here