14 অক্টোবর ভারতে লঞ্চ হবে সস্তা স্মার্টফোন Redmi A1+, দেখে নিন সম্ভাব্য দাম

Xiaomi এর সাব ব্র্যান্ড Redmi কিছু দিন আগে ভারতের বাজারে তাদের ‘এ’ সিরিজের Redmi A1 স্মার্টফোনটি লঞ্চ করেছিল। এই ফোনটি একটি লো বাজেট স্মার্টফোন হিসাবে লঞ্চ করা হয় এবং এটির দাম রাখা হয় মাত্র 6,499 টাকা। এবার রেডমি ঘোষণা করে জানিয়ে দিয়েছে কোম্পানি আগামী 14 অক্টোবর ভারতের মার্কেটে এই সিরিজেরই একটি নতুন ফোন Redmi A1+ নামে পেশ করতে চলেছে। Redmi A1+ ফোনটিও একটি লো বাজেট স্মার্টফোন হিসাবে কম দামে দেশের ম্বাজারে লঞ্চ করা হবে। আরও পড়ুন: Airtel 5G Speed Test Live : বাজ পাখির গতির মত স্বল্প সময়ের মধ্যেই শেষ হচ্ছে Airtel 5G ডেটা

লঞ্চ হবে Redmi A1 Plus

শাওমি ইন্ডিয়া অফিসিয়ালি জানিয়ে দিয়েছে কোম্পানি আগামী 14 অক্টোবর ভারতে তাদের নতুন মোবাইল ফোন Redmi A1+ লঞ্চ করবে। এই ফোনটি লো বাজেট ক্যাটাগরিতে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে এবং দুটি ক্যামেরা সেন্সরের সঙ্গে লঞ্চ করা হবে। ইতিমধ্যে ফোনটির প্রোডাক্ট পেজও লাইভ করে দেওয়া হয়েছে। এই আপকামিং ফোনটির দাম 8,000 টাকার আশেপাশে হবে বলে মনে করা হচ্ছে। তবে Redmi A1+ ফোনটির সঠিক দাম এবং অন্যান্য ডিটেইলস জানার জন্য আপাতত 14 অক্টোবরের জন্য অপেক্ষা করা হচ্ছে।

Redmi A1+ এর স্পেসিফিকেশন (লিক)

লিক রিপোর্ট অনুযায়ী Redmi A1+ ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 1600 x 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.52 ইঞ্চির HD+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিন 120 হার্টস টাচ সাম্পেলিং রেট এবং 400 নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। প্রসেসিঙের জন্য Redmi A1+ ফোনে মিডিয়াটেক হেলিও এ22 চিপসেট দেওয়া হতে পারে এবং এই ফোনে 2GB RAM এর সঙ্গে 32GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হতে পারে। আরও পড়ুন: 19 টাকা থেকে শুরু Airtel এর এইসব 5G ডেটা প্ল্যানগুলিতে পাবেন 50GB পর্যন্ত ডেটা, দেখে নিন তালিকা

Redmi A1+ ফোনটির ব্যাক প্যানেলে 8 মেগাপিক্সেলের সিঙ্গেল রেয়ার ক্যামেরা এবং ফ্রন্ট প্যানেলে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 10 ওয়াট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। ভারতের বাজারে এই ফোনটি black, light blue ও light green কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here