Oppo কমালো F11 Pro এর দাম, জেনে নিন নতুন দাম

সাধারণত বলা হয়ে থাকে দীপাবলির সময় মোবাইল ফোন কেনার জন্য সুবর্ণ সময়। কিন্তু গত কিছু দিনে ভারতীয় মোবাইল মার্কেটে ফোনের দাম যে হারে কমেছে তা দেখে বলা যেতে পারে ফোন কেনার জন্য এর থেকে ভালো সময় হয়তো আর হতে পারে না। শাওমি থেকে শুরু করে স‍্যামসাং এবং ভিভো থেকে শুরু করে গুগল প্রতিটি কোম্পানিই কিছু দিন আগে তাদের ফোনে অসাধারণ অফার চালু করেছিল। এবার টেক কোম্পানি ওপ্পো তাদের নতুন ফ্ল‍্যাগশিপ ফোন Oppo F11 Pro এর দাম কমানোর কথা জানিয়েছে। Oppo F11 Pro এর দুটি মডেলের দাম 2,000 টাকা কম করেছে। জেনে অবাক হবেন গতকাল কোম্পানি Oppo F11 Pro এর 128 জিবির একটি নতুন মডেল লঞ্চ করেছে এবং এক‌ই সঙ্গে প্রাইস কাটের কথা জানিয়েছে।

5,999 টাকা দামে 15 মে থেকে বিক্রি হবে 13 মেগাপিক্সেল ডুয়েল ক‍্যামেরা ও 4,000 এম‌এএইচ ব‍্যাটারীওয়ালা Realme C2, প্রতিযোগিতার মুখে রেডমি

ভারতীয় মোবাইল বাজারে Oppo F11 Pro এর 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 24,990 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এবার 2,000 টাকা প্রাইস কাটের পর ফোনটি 22,990 টাকা দামে সেল করা হবে। এছাড়া ফোনটির 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 25,990 টাকার বদলে 23,990 টাকার বিনিময়ে কেনা যাবে।

কোম্পানির পক্ষ থেকে মিডিয়াতে কোনো তথ্য অফিসিয়ালি জানানো না হলেও এই প্রাইস কাটের খবর রিটেইল সোর্স থেকে জানা গেছে। কোম্পানি তাদের রিটেইলারদের এই অফার সম্পর্কে জানিয়েছে এবং আমরাও এই খবর অফলাইন রিটেইল সোর্স থেকে এই খবর পেয়েছি। কাল থেকেই নতুন দাম চালু হয়ে গেছে।

অনবদ্য সেলফি ক‍্যামেরা ডিজাইনের সঙ্গে আগামী 28 মে ভারতে লঞ্চ হবে Oppo Reno, জানালো কোম্পানি

স্পেসিফিকেশন
Oppo F11 Pro তে 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.5 ইঞ্চির ফুল এইচডি+ ফুল ভিউ ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি সম্পূর্ণ বেজল লেস। Oppo F11 Pro তে পপ আপ সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে যা এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 48 মেগাপিক্সেলের 6পি লেন্স দেওয়া হয়েছে যা এফ/1.79 অ্যাপার্চারযুক্ত। এছাড়াও ব‍্যাক প‍্যানেলে 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। Oppo F11 Pro এর রেয়ার ক‍্যামেরা সেট‌আপ লো লাইট ফোটোগ্ৰাফির ক্ষেত্রেও সুন্দর রেজাল্ট দিতে সক্ষম। সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেলের পপ আপ সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে।

এই ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট ওএস অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত কালার ওএস 6.0 সহ পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি70 চিপসেটে রান করে। এই ফোনটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। এতে সিকিউরিটির জন্য ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে বুক ফ্ল‍্যাশ চার্জ 3 0 টেকনিকযুক্ত 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

হিন্দিতে পড়ার জন্য এখানে ক্লিক করুন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here