আইফোনের চার্জার থেকে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যু হল 14 বছরের কিশোরের, জেনে নিন পুরো ঘটনা

Highlights

  • চার্জিঙের সময় কারেন্ট লাগে 14 বছরের কিশোরের।
  • দুই দিন আগেই কিনেছিল সেকেন্ড হ্যান্ড আইফোন।
  • এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বদাউঁতে।

গত পরশু অ্যাপেল ভারতে তাদের প্রথম স্টোর ওপেন করেছে অথচ গতকাল কোম্পানির নামে একটি কালো দাগও জুড়ে গেছে। উত্তরপ্রদেশের বদাউঁতে আইফোন চার্জ করার সময় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। 14 বছর বয়সী এই কিশোরের নাম সত্যম শর্মা বলে জানা গেছে। নিউজ 18 এর খবর অনুযায়ী সত্যমের ফোন চার্জে বসানো ছিল। তখন একটি কল রিসিভ করার সঙ্গে সঙ্গে তাঁর কারেন্ট লাগে এবং সে মেঝেতে পড়ে যায়। আরও পড়ুন: আম্বানির নতুন পরিকল্পনা! লিক হল JioCinema-এর নতুন নাম এবং সাবস্ক্রিপশন প্ল্যানের দাম

চার্জিং বন্ধ করতেই লাগে কারেন্ট

রিপোর্টে বলা হয়েছে গত সোমবার এই ঘটনা ঘটেছে। সত্যম তখন তাঁর বন্ধুদের সঙ্গে খেলছিল এবং ফোনটি চার্জ হচ্ছিল। তখন ফোনে একটি কল এলে সেটি রিসিভ করার জন্য সে ফোনটি চার্জ থেকে সরালেই সত্যম বিদ্যুৎস্পৃষ্ঠ হয়।

তাঁর বন্ধুরা জানিয়েছে ফোনটি চার্জ থেকে খোলার সঙ্গে সঙ্গেই তাঁর হাতের স্মার্ট ওয়াচেও কিছু রিঅ্যাকশন হয় এবং সে মাটিতে পড়ে যায়। তাঁর শরীর ততক্ষণে ফ্যাকাসে হয়ে গেছে। আরও পড়ুন: লঞ্চের আগে Google Play কনসোলে তালিকাভুক্ত OnePlus Nord N30 5G স্মার্টফোন

দুই দিন আগে কেনা ফোন

এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই সত্যমের পরিবারের সদস্যরা তাকে নিয়ে নিকটবর্তী হাসপাতালে পৌঁছায়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। সত্যম কিছু দিন আগেই দশম শ্রেণির পরীক্ষায় পাস করেছে। তাঁর দামী ফোনের শখ ছিল। বাড়ি থেকে তাকে ফোন কেনার জন্য টাকা দেওয়া হয়। সে সেই টাকা দিয়েই সেকেন্ড হ্যান্ড আইফোন কেনে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here