16 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে দুর্দান্ত গেমিং ফোন iQOO Neo 7 5G, জেনে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন 

Highlights

  • iQOO Neo 7 5G ফোনটি 16 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে। 
  • এটি অ্যামাজনের একটি বিশেষ প্রোডাক্ট হবে যা এই ই-কমার্স সাইটে সেল করা হবে। 
  • Neo 7 5G চীনে লঞ্চ হওয়া iQoo Neo 7 SE এর একটি রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। 
  • iQOO Neo 7 5G 16GB RAM এবং 120W ফাস্ট চার্জিং সহ লঞ্চ হতে পারে। 

Vivo এর সাব-ব্র্যান্ড iQOO সম্প্রতি ভারতীয় মার্কেটে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন iQOO 11 5G লঞ্চ করেছে যা 59,999 টাকা প্রারম্ভিক দামে সেলের জন্য উপলব্ধ। এই শক্তিশালী ফোনটির পর এবার কোম্পানি মিড বাজেটে একটি দুর্দান্ত স্মার্টফোন Neo 7 আনার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি ঘোষণা করেছে যে 16 ফেব্রুয়ারি ভারতে iQOO Neo 7 5G ফোন লঞ্চ হবে। এই ফোনটি ভারতে সেল হওয়া iQOO সিরিজের দ্বিতীয় স্মার্টফোন হবে। আরও পড়ুন: 16GB RAM-এর ক্ষমতা এবং 5টি ক্যামেরাসহ ভারতে লঞ্চ হল Samsung Galaxy A23 5G স্মার্টফোন, জেনে নিন দাম

iQOO ইন্ডিয়ার তরফে অফিসিয়ালি জানানো হয়েছে যে ভারতে এই ফোনটি 16 ফেব্রুয়ারি লঞ্চ হবে। কোম্পানি এটিকে ‘Amazon Special’ প্রোডাক্ট হিসাবে টিজ করছে, তাই এটা স্পষ্ট যে এই মোবাইলটি এই ই-কমার্স সাইটে সেল হবে। যদিও বর্তমানে লঞ্চের তারিখ ছাড়া কোম্পানি অন্য কোন ডিটেইলস সামনে আনেনি।মনে করা হচ্ছে যে চীনে লঞ্চ হওয়া Neo 7 5G স্মার্টফোনটি Neo 7 SE এর একটি রিব্র‍্যান্ডেড ভার্সন হতে পারে। এই দুটি স্মার্টফোনের স্পেসিফিকেশনও একই রকম হতে পারে।

iQOO Neo 7 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন (লিক)

iQOO Neo 7-এর স্পেসিফিকেশন গুলি চীনে সেল হওয়া iQOO Neo 7 SE স্মার্টফোনের মতোই হবে বলে আশা করা হচ্ছে। এই মোবাইল ফোনটি 20:9 অ্যাস্পেক্ট রেশিওতে লঞ্চ করা হয়েছে, যা 6.78 ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে সাপোর্ট করে। পাঞ্চ-হোল স্টাইলে নির্মিত এই স্ক্রিনটি একটি AMOLED প্যানেলে তৈরি যা 120Hz রিফ্রেশরেটে কাজ করে। আরও পড়ুন: কবে Unban হবে Battlegrounds Mobile India? জেনে নিন ডিটেইলস 

iQOO Neo 7 5G ফোনটি Neo 7SE এর মতোই MediaTek Dimensity 8200 চিপসেটে লঞ্চ করা যেতে পারে। iQOO Neo 7SE ফোনটি চীনে 16GB RAM সহ লঞ্চ করা হয়েছিল এবং ভারতীয় মডেল Neo7 এও একই র‍্যাম ভেরিয়েন্ট দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি 5,000mAh ব্যাটারি দেওয়া যেতে পারে যা 120W ফাস্ট চার্জিং টেকনোলজিতে কাজ করবে।

ফটোগ্রাফির জন্য ভারতে লঞ্চ হতে চলা iQOO Neo 7 5G ফোনটিতে একটি 64-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ একটি ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া যেতে পারে, যার মধ্যে একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর অন্তর্ভুক্ত থাকতে পারে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই স্মার্টফোনে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। আরও পড়ুন: Jio 5G-এর সেঞ্চুরি! লঞ্চের 100 দিনের মধ্যেই 101টি শহরে ছড়িয়ে পড়েছে Jio True 5G নেটওয়ার্ক, দেখে নিন তালিকা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here