ওপ্পো তাদের Reno 15 সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। গত কয়েক মাসের মধ্যে এই সিরিজের বহু লিক ইন্টারনেটে দেখা গেছে। এবার আজ OPPO Reno 15 সিরিজের লঞ্চ ডেট প্রকাশ্যে এসেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে চীনের বাজারে আগামী 17 নভেম্বর আপকামিং Reno 15 সিরিজ লঞ্চ করা হবে। কোম্পানি এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানায়নি, তবে চীনে মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোর মাধ্যমে সিরিজের লঞ্চ ডেটের পোস্টার প্রকাশ্যে এসেছে। এই পোস্টারের মাধ্যমে নাম, লঞ্চ ডেট এবং টাইম ডিটেইলস সম্পর্কে জানা গেছে।
আগামী 17 নভেম্বর OPPO Reno 15 সিরিজ লঞ্চ করা হতে পারে। জারি হওয়া পোস্টার অনুযায়ী এই দিন সন্ধ্যা 7টা সময়ে কোম্পানি একটি বড় ইভেন্টের মাধ্যমে এই সিরিজের ফোনগুলি লঞ্চ করবে। অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা 4টা 30 মিনিট হবে। আমরা আগেই জানিয়েছি কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি। বর্তমানে কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

সম্প্রতি আমাদের এক্সক্লুসিভ রিপোর্টের মাধ্যমে জানানো হয়েছে নতুন Reno 15 সিরিজের অধীনে তিনটি মডেল লঞ্চ করা হতে পারে। এই সিরিজে OPPO Reno 15 এবং OPPO Reno 15 Pro ফোনের পাশাপাশি OPPO Reno 15 Mini ফোনটিও পেশ করা হবে। জারিয়ে রাখি এই প্রথম Reno সিরিজের অধীনে ‘রেনো মিনি’ মডেলও লঞ্চ করা হবে। এই কম্প্যাক্ট ফোনটিতে 6.3 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। ফোনটিতে ফ্ল্যাট এমোলেড প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লে থাকবে। OPPO Reno 15 Mini ফোনটির থিকনেস কম রাখা হবে বলে আশা করা হচ্ছে।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী OPPO Reno 15 এবং 15 Pro ফোনটিতে মিডিয়াটেক Dimensity 8000 Series চিপসেট দেওয়া হতে পারে। জানিয়ে রাখি Reno 14 ফোনটি ডায়মেনসিটি 8350 প্রসেসর এবং Reno 14 Pro ডায়মেনসিটি 8450 প্রসেসর দেওয়া হয়েছিল। আপকামিং Reno 15 সিরিজে এই প্রসেসরের আপগ্রেড ভার্সন থাকবে বলে আশা করা হচ্ছে।
OPPO Reno 15 Pro ফোনটি 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী এই সিরিজের Pro মডেলে 50 মেগাপিক্সেল periscope telephoto লেন্স এবং 50 মেগাপিক্সেল ultra-wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। অন্যদিকে OPPO Reno 15 ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল telephoto লেন্স এবং 50 মেগাপিক্সেল ultra-wide অ্যাঙ্গেল লেন্স থাকবে বলে জানা গেছে।
OPPO Reno 15 5G ফোনটিতে 1.5K রেজোলিউশন সাপোর্টেড 6.59 ডিসপ্লে দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে ফ্ল্যাট OLED প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 6,000mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
কোম্পানির পক্ষ থেকে OPPO Reno 15 সিরিজ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। এই মাসে অর্থাৎ নভেম্বর মাসে Reno 15 series চীনে লঞ্চের পর, আগামী মাসে এই সিরিজ ভারতের বাজারে পেশ করা হতে পারে। বর্তমানে 17 নভেম্বর চীনে OPPO Reno 15 সিরিজ লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে সঠিক তথ্য জানা যায়নি। আমরা এই বিষয়ে সঠিক তথ্য জানা মাত্রই পোস্টের মাধ্যমে আপডেট করে দেব।











