আলোড়ন সৃষ্টি করতে আসছে ফোল্ডেবল iPhone, এতে আছে 8 ইঞ্চির ডিসপ্লে, জেনে নিন কবে লঞ্চ

দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে অ্যাপেল তাদের ফোল্ডেবল আইফোনে কাজ করছে। কয়েক দিন আগের একটি রিপোর্টে বলা হয় কোম্পানি Samsung Galaxy Z Flip এর মতো clamshell ডিজাইনের নতুন আইফোন পেশ করবে এবং এই ফোনে iPhone stylus দেওয়া হবে। এবার বিখ্যাত অ্যানালিস্ট Ming Chi Kuo জানিয়েছেন কোম্পানি 2023 এ 7.5-8 ইঞ্চির ডিসপ্লেযুক্ত  ফোন লঞ্চ করবে। এছাড়া কোম্পানি 2023 এই একটি হাইএন্ড আইফোন মডেল নচ লেস, অল স্ক্রিন ডিসপ্লের সঙ্গে পেশ করবে। মনে করা হচ্ছে এটি আইফোন 11 এর নেক্সট জেনারেশন হতে পারে, এর দাম 600 ডলারের কম হবে এবং এটি 5জি নেটওয়ার্ক সাপোর্টেড হবে।

আরও পড়ুন: 6GB RAM ও 5000mAh ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল Samsung Galaxy A32 4G, চাপের মুখে Xiaomi-Realme

Apple Foldable iPhone

কুওর বক্তব্য অনুযায়ী, যদি কোম্পানি প্রচুর পরিমাণে ফোল্ডেবল স্ক্রিন উৎপাদন এবং টেকনোলজির ক্ষেত্রে কিছু ছোটখাটো সমস‍্যার সমাধান করতে সক্ষম হয় তবে অ্যাপেল 2023 শেষ হ‌ওয়ার আগেই অফিসিয়ালি তাদের 8 ইঞ্চির ফোল্ডেবল আইফোন সম্পর্কে ঘোষণা করতে পারে। তবে ফোল্ডেবল আইফোন সম্পর্কে এই প্রথম কোনো তথ্য জানা গেছে, এমনটা কিন্তু নয়। এই বছরের শুরুতেও এই ধরনের খবর পাওয়া গেছে। তবে এখনই এই ফোনের ডিটেইলস সম্পর্কে বলা সম্ভব নয়।

Samsung এর সঙ্গে প্রতিযোগিতা

কিছু দিন আগের একটি রিপোর্ট অনুযায়ী যেহেতু এই ফোল্ডেবল আইফোন দেরি করে লঞ্চ করা হবে তাই এর দাম‌ও অন‍্যান‍্য ব্র‍্যান্ডের তুলনায় কম হবে। আবার এই ফোনটি লঞ্চ হয়ে যাওয়ার পর মার্কেটের স‍্যামসাং গ‍্যালাক্সি ফোল্ড 2 ফোনটিকে টেক্কা দেবে।

আরও পড়ুন: দেখে নিন Realme 8 Pro এর ফুল ডিজাইন, 108MP কোয়াড ক‍্যামেরা এবং পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে মার্চ মাসেই হবে লঞ্চ

পাঞ্চ হোল ডিসপ্লেযুক্ত iPhone

কুও আরও জানিয়েছেন, কোম্পানি অল স্ক্রিন নো নচ আইফোন‌ও লঞ্চ করতে পারে। তিনি মনে করছেন সঠিক সময়ে কাজ শুরু এবং শেষ হলে 2023 এরমধ্যে এই ফোন পেশ করা যাবে। 2023 লাইন‌আপের এই হাইএন্ড আইফোনে আন্ডার ডিসপ্লে টাচ আইডি ও একটি পেরিস্কোপ ক‍্যামেরা দেওয়া হতে পারে। আবার এমনও হতে পারে কোম্পানি 2022 এ আইফোন 13 প্রোর মাধ্যমে পাঞ্চ ডিসপ্লেযুক্ত স্মার্টফোন লঞ্চ করবে।

iPhone 13 সিরিজে থাকবে চারটি মডেল

মনে করিয়ে দিই বেশ কিছু দিন আগে টেক অ্যানালিস্ট Ming-Chi Kuo জানিয়েছিলেন এই বছর iPhone 13 সিরিজে অত‍্যন্ত অ্যাডভান্স ফিচারযুক্ত iPhone 13 Mini, iPhone 13, iPhone 13 Pro ও iPhone 13 Pro Max নামের স্মার্টফোন লঞ্চ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here