ভারতে সরকার ব্যান করল এই 18 OTT Apps, দেখে নিন আপনার ফোনে এই অ্যাপ আছে কি না

ওটিটি অ্যাপগুলি কি পরিমাণ অশালীনতা প্রচার করা হয় সেই বিষয়ে সবাই ভালোই অবগত। অনলাইন প্ল্যাটফর্মের প্রোগ্রামগুলি সেন্সর বোর্ডের কাঁচির হাত থেকে বেঁচে থাকে এবং এর ফলেই ‘মত প্রকাশের স্বাধীনতা’ এর অপব্যাবহার হতে দেখা যায়। তবে আজ vulgar, obscene এবং adult-rated media প্রচারের অভিযোগে 18 OTT platforms এর বিরুদ্ধে দেশের সরকার কড়া পদক্ষেপ নিয়েছে এবং এগুলি ব্যান করে দিয়েছে।

ব্যানড হয়েছে এইসব OTT Apps:

  1. Besharams
  2. Hunters
  3. Rabbit
  4. Xtramood
  5. Nuefliks
  6. Dreams Films
  7. Voovi
  8. Yessma
  9. Uncut Adda
  10. Tri Flicks
  11. X Prime
  12. Neon X VIP
  13. MoodX
  14. Mojflix
  15. Hot SHorts VIP
  16. Fugi
  17. Chikooflix
  18. Prime Play

উপরোক্ত অ্যাপগুলি Ministry of Information and Broadcasting (I&B) এর পক্ষ থেকে IT Act Section 67 ও 67A, IPC Section Section 292 এবং Indecent Representation of Women Prohibition Act 1986 এর Section 4 নিয়ম মেনে ব্যান করা হয়েছে।

ব্যানড হয়েছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও

জানিয়ে রাখি 18টি OTT প্ল্যাটফর্মের পাশাপাশি 19টি ওয়েবসাইট, 10টি অ্যাপ্লিকেশন এবং 57টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলও আইটি আইনের নিয়মগুলি অবহেলা করার অপরাধে ব্যান করা হয়েছে। এই সবকটি অ্যাপ গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here