Vi এর 180 দিনের ভ্যালিডিটি সহ দুটি দুর্দান্ত প্ল্যান, জেনে নিন বিস্তারিত

ভোডাফোন আইডিয়া (Vi) এর বেশ কিছু অসাধারণ রিচার্জ প্ল্যান রয়েছে। যেসব ইউজাররা Vi গ্রাহক তাদের জন্য এই পোস্টে জানানো প্ল্যানটি একটি ভালো অপশন হতে পারে। 180 দিনের ভ্যালিডিটি সহ এই প্ল্যানে প্রতিদিন 1.5 ডেটা পাওয়া যায়। এছাড়াও ফ্রিতে অতিরিক্ত ডেটা দেওয়া হয়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ভোডাফোন আইডিয়া এই প্ল্যানের ডিটেইলস সম্পর্কে।

ভোডাফোন আইডিয়া এর 180 দিনের ভ্যালিডিটি সহ এই প্ল্যানের দাম 1749 টাকা এবং 1049 টাকা রাখা হয়েছে। কোম্পানির এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল এবং ফ্রি এসএমএস এর সুবিধা পাওয়া যায়। এছাড়াও বিশেষত্ব হল এই প্ল্যানে 30জিবি অতিরিক্ত ডেটা দেওয়া হয়। অন্যদিকে কোম্পানির অন্যান্য প্ল্যানে মোট 12জিবি ডেটা অফার করা হয়।

ভোডাফোন আইডিয়ার 1749 টাকা দামের প্ল্যান

  • ভোডাফোন আইডিয়া এর এই প্ল্যানটি 180 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়।
  • প্ল্যানে ইন্টারনেট ব্যাবহার করার জন্য প্রতিদিন 1.5জিবি ডেটা অফার করা হয়। এছাড়া কোনো রকম এক্সট্রা চার্জ ছাড়া 30জিবি ডেটা ফ্রিতে দেওয়া হয়।
  • Ai plane বিঞ্জ অল নাইট বেনিফিট‌ও পাওয়া যাবে।
  • কোম্পানির পক্ষ থেকে রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত আনলিমিটেড ডেটা দেওয়া হয়। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100 ফ্রি এসএমএস এর সুবিধা পাওয়া যায়।
  • এই প্ল্যানে অ্যাডিশনাল বেনিফিট হিসেবে উইকেন্ড ডেটা রোল‌ওভার এবং ডেটা ডিজলাইক দেওয়া হয়। ডেটা ডিলাইটে ইউজাররা প্রতি মাসে 2GB করে ব্যাক‌আপ ডেটা পাবেন।

ভোডাফোন আইডিয়া এর 1049 টাকা দামের প্ল্যান

  • ভোডাফোন আইডিয়া এর এই প্ল্যানটি 180 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়।
  • এই প্ল্যানে কোম্পানি ইন্টারনেট ব্যাবহার করার জন্য মোট 12জিবি ডেটা দেওয়া হয়।
  • এই প্ল্যানে প্রতিদিন দেশ জুড়ে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা দেওয়া হয়।
  • এই প্ল্যানে টোটাল 1800 ফ্রি এসএমএস পাওয়া যায়।
  • এই প্ল্যানে এডিশনাল ডেটা, ব্রিঞ্জ অল নাইট এবং প্রতিদিন ডেটা বেনিফিট পাওয়া যাবে না। কিন্তু যেসব ইউজাররা কম ফোন ব্যাবহার করেন এবং ভয়েস কল বেশি করেন এই প্ল্যানটি সেইসব ইউজারদের জন্য ভালো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here