বেশ কিছু দিন আগেই চীনে Vivo তাদের 8,200mAh ব্যাটারি সহ Vivo Y500 স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার কোম্পানি তাদের এই সিরিজের ‘প্রো’ মডেল লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। ভিভোর প্রোডাক্ট ম্যানেজার Han Boxiao অফিসিয়ালি জানিয়েছে কোম্পানি শীঘ্রই তাদের Vivo Y500 Pro ফোন লঞ্চ করবে। এই কোম্পানির Y সিরিজের অধীনে প্রথম 200-মেগাপিক্সেল ক্যামেরা সহ ফোন হতে চলেছে।
কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি আকামিং ফোনের নাম জানানো হয়েছে। আগামী দিনে Vivo Y500 Pro 5G ফোনটি টেক মঞ্চে লঞ্চ করা হবে। প্রথমে ফোনটি চীনের বাজারে পেশ করা হবে। Han Boxiao এর বক্তব্য অনুযায়ী Vivo Y500 Pro 5G ফোনটি Y সিরিজের প্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ স্মার্টফোন হবে।
Vivo Y500 Pro 5G ফোনটিতে এফ/1.88 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 200 মেগাপিক্সেল Samsung HP5 সেন্সর দেওয়া হবে। ব্র্যান্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত অন্যান্য ডিটেইলস জানানো হয়নি, তবে ফোনটির ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ম্যাক্রো সেন্সর থাকতে পারে। একইভাবে ফ্রন্ট প্যানেলে 32 মেগাপিক্সেল সেলফি সেন্সর যোগ করা হতে পারে।
জানিয়ে রাখি অক্টোবর মাসে Vivo V60e 5G ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে। এই ভিভো ফোনটিতে 200 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হবে। কোম্পানি ভারতে যে ফোনটি Vivo V60e 5G নামে লঞ্চ করবে, সেই একই মডেল চীনে Vivo Y500 Pro 5G নামে লঞ্চ করা হতে পারে। কোম্পানির ভারতের প্রথম V60e ফোনে AI Festival Portrait ক্যামেরা ফিচার দিতে চলেছে।
কোম্পানির প্রথম Vivo V60e 5G ফোনটিতে 200MP Main Camera দেওয়া হবে। অন্যদিকে ফোনটিতে দুর্দান্ত ক্লোজ-আপ শটের জন্য 85MM Telephoto Portrait লেন্স যোগ করা হবে। এর আগে কোম্পানির ভি-সিরিজের ফোনে 200 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছিল, তবে প্রাইমারি সেন্সর ছিল না। কোম্পানির সেই ফোনটিতে 50MP Main ছিল। এবার Vivo V60e 5G ফোনটিতে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে।
Vivo Y500 Pro ফোনটি MediaTek Dimensity 7300 প্রসেসর সহ লঞ্চ করা হবে। এই প্রসেসরে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 8-কোর সিপিইউ রয়েছে, যা 2.5GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এই প্রসেসর ভারতে আসন্ন Vivo V60e 5G ফোনেও দেওয়া হবে।
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y500 Pro ফোনটিতে 6,500এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনে 90W ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে। আপকামিং 5G ফোনে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 + IP69 রেটিং দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। এখনও পর্যন্ত আপকামিং ফোনের অন্যান্য তথ্য জানার জন্য অপেক্ষা করতে হবে।
30 হাজার থেকে 35 হাজার টাকা রেঞ্জে Vivo V60e 5G ফোনটি লঞ্চ করা হতে পারে। আগে থেকে বাজারে উপস্থিত এই প্রাইস রেঞ্জের realme 15 Pro, OnePlus Nord 15 এবং POCO F7 ফোনগুলিতে শক্তিশালী পারফরমেন্স পাওয়া যায়। জানিয়ে রাখি আমাদের টেস্টে ফোনগুলি আনটুটু স্কোর যথাক্রমে 1,086,379, 14,81,616 এবং 1,910,179 পেয়েছে। Vivo V60e 5G ফোনের সম্পূর্ণ ডিটেইলস জানার জন্য এখনও পর্যন্ত বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে।












