শীঘ্রই লঞ্চ হবে Infinix Zero 30 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Highlights

  • Infinix একটি নতুন 5G ডিভাইস আনছে।
  • এতে Dimensity 8020 থাকতে পারে।
  • এই ফোনে 8GB পর্যন্ত র‌্যাম সাপোর্ট দেওয়া হবে।

Infinix তাদের Zero সিরিজ প্রসারিত করতে চলেছে। কোম্পানি Infinix Zero 20 স্মার্টফোনের উত্তরসূরি হিসেবে একটি নতুন 5G ডিভাইস আনছে যার নাম Infinix Zero 30 5G হতে পারে। এই নতুন মোবাইলটি বর্তমানে Geekbench এবং Bluetooth SIG সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। অনুমান করা হচ্ছে আগামী জুলাই মাসে এই ফোনটি মার্কেটে লঞ্চ হতে পারে। এই পোস্টে আপনাদের এই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: Samsung Unpacked 2023 ইভেন্টে লঞ্চ হবে এইসব ডিভাইস, জেনে নিন ডিটেইলস

Infinix Zero 30 5G Bluetooth SIG তালিকা

তালিকা অনুসারে নতুন Infinix স্মার্টফোনটি X6731 মডেল নম্বরের সাথে দেখা গেছে। অনুমান করা হচ্ছে এই ফোনটি মার্কেটে Infinix Zero 30 5G নামে লঞ্চ করা যেতে পারে। এর আগে কোম্পানি তাদের Zero সিরিজে Zero 20 ডিভাইসটি 4G টেকনোলজির সাথে লঞ্চ করেছিল, তবে Zero 30 ফোনটি 5G সাপোর্ট করবে। এছাড়াও এই ডিভাইসটিতে ব্লুটুথ 5.3 কানেক্টিভিটি দেওয়া হবে।

Infinix Zero 30 5G ফোনের Geekbench তালিকা

  • Geekbench তালিকা অনুসারে Infinix Zero 30 5G ডিভাইসটি MediaTek MT6891Z/CZA প্রসেসরে লঞ্চ হতে পারে। এই চিপসেটটি Dimensity 8020 হতে পারে।
  • তালিকায় আরও বলা হয়েছে যে এই স্মার্টফোনটি 8GB পর্যন্ত RAM এর সাপোর্ট সহ মার্কেটে আসতে পারে।
  • এই ফোনটি Android 13-এ রান করবে।
  • উভয় সার্টিফিকেশন সাইটের তালিকায় বর্তমানে এইটুকু তথ্যই প্রকাশিত হয়েছে, তবে কয়েক দিনের মধ্যে আরও তথ্য আসবে বলে অনুমান করা হচ্ছে।

Infinix GT 10 Pro ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

উপরে উল্লিখিত স্মার্টফোনটির তালিকা ছাড়াও, Infinix তাদের নতুন GT সিরিজ নিয়েও কাজ করছে। কোম্পানি তাদের GT সিরিজের অধীনে Infinix GT 10 Pro ফোনটি মার্কেটে আনতে পারে। আরও পড়ুন: Snapdragon 8 Gen 2 প্রসেসরসহ শীঘ্রই লঞ্চ হবে Xiaomi Mix Fold 3 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

  • ডিসপ্লে: লিক অনুযায়ী Infinix GT 10 Pro ফোনের মডেল নম্বর হল X6739। এই ফোনটিতে একটি 6.8-ইঞ্চি AMOLED HD Plus ডিসপ্লে দেওয়া যেতে পারে, যেখানে 120Hz রিফ্রেশরেট এবং কার্ভড এজ দেওয়া হবে।
  • প্রসেসর: এই স্মার্টফোনটিতে Dimensity 9000 প্রসেসর থাকতে পারে।
  • স্টোরেজ: স্টোরেজের ক্ষেত্রে এই ডিভাইসটিতে 12GB পর্যন্ত RAM + 256GB স্টোরেজ সাপোর্ট দেওয়া যেতে পারে।
  • ব্যাটারি: ব্যাটারির ক্ষেত্রে এই ডিভাইসটি 5000mAh ব্যাটারি এবং 260W দ্রুত চার্জিং সাপোর্ট করতে পারে।
  • ক্যামেরা: এই ফ্ল্যাগশিপ ডিভাইসে একটি 200-মেগাপিক্সেল প্রাইমারি রেয়ার ক্যামেরা দেওয়া হবে।
  • OS: এই ফোনটি Android 13 বেসড XOS-এ চলবে। এবার কোম্পানি এই ফোনটির সম্পর্কে কবে ঘোষণা করে সেটাই দেখার।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here