200MP Camera এবং 512GB Memory সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Redmi Note 13 Pro 4G স্মার্টফোন

Redmi Note 13 5G series এর পর এবার কোম্পানির পক্ষ থেকে Redmi Note 13 4G সিরিজ পেশ করা হয়েছে। এই সিরিজের অধীনে Redmi Note 13 4G এবং Redmi Note 13 Pro 4G ফোনদুটি লঞ্চ করা হয়েছে। কোম্পানির Redmi Note 13 4G সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন। এই পোস্টে Redmi Note 13 Pro 4G সম্পর্কে বিস্তারিত জানানো হল।

Redmi Note 13 Pro 4G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং কর্নিং গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড। এছাড়াও এই স্ক্রিন 120 হার্টস রিফ্রেশরেট এবং 1300 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: Redmi Note 13 Pro 4G ফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং মিইউআই 14 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশন এবং 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি99-আলট্রা অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে মালী-জি57 জিপিইউ রয়েছে।
  • স্টোরেজ: এই ফোনে 12GB পর্যন্ত RAM দেওয়া হয়েছে। এতে 12GB extended RAM ফিচারও রয়েছে, যার ফলে এই ফোনে মোট 24GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে LPDDR4X RAM + UFS2.2 ROM যোগ করা হয়েছে।
  • রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/1.65 অ্যাপার্চারযুক্ত 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে।
  • ফ্রন্ট ক্যামেরা: সেলফির জন্য Redmi Note 13 Pro 4G ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Redmi Note 13 Pro 4G এর ফিচার

  • Redmi Note 13 Pro 4G ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP54 রেটিং দেওয়া হয়েছে।
  • সিকিউরিটির জন্য এতে সাইড প্যানেলে পাওয়ার বাটন এম্বেডেড fingerprint sensor যোগ করা হয়েছে।
  • সিকিউরিটি এবং আনলকের জন্য এই ফোনে ফেস আনলক ফিচারও রয়েছে।
  • এই ফোনে 3.5mm headphone jack দেওয়া হয়েছে।
  • সুন্দর অডিও আউটপুটের জন্য এতে Dolby Atmos-supported dual stereo speakers রয়েছে।
  • কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে NFC, Wi-Fi 5 এবং Bluetooth 5.2 যোগ করা হয়েছে।

Redmi Note 13 Pro 4G এর দাম

গ্লোবাল মার্কেটে Redmi Note 13 Pro 4G ফোনটি 8GB RAM + 256GB Storage এবং 12GB RAM + 512GB Storage সহ পেশ করা হয়েছে। ফোনটির 8GB RAM মডেলের দাম 313 ইউরো অর্থাৎ প্রায় 28,399 টাকা এবং 12GB RAM মডেলের দাম 350 ইউরো অর্থাৎ প্রায় 31,599 টাকা রাখা হয়েছে। ইউরোপের মারেতে এই ফোনটি Midnight Black, Lavender Purple এবং Forest Green hue কালারে সেল করা হবে। এই ফোনটি ভারতে লঞ্চ করা হলে এর দাম আরও কম হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here