Redmi লঞ্চ করল Note 13 4G স্মার্টফোন, জেনে নিন গ্লোবাল প্রাইস এবং স্পেসিফিকেশন

ভারতে Redmi Note 13 5G সিরিজ পেশ করে এই সিরিজের অধীনে Redmi Note 13 5G, Note 13 Pro 5G এবং Pro+ 5G ফোন লঞ্চ করা হয়েছে। ভারতে এই তিনটি 5G ফোন লঞ্চের পর এবার কোম্পানি গ্লোবাল মার্কেটে Redmi Note 13 4G এবং Redmi Note 13 Pro 4G নামের দুটি 4G ফোন পেশ করেছে। এই পোস্টে Redmi Note 13 4G সম্পর্কে বিস্তারিত জানানো হল।

Redmi Note 13 4G এর দাম

ইউরোপের মার্কেটে Redmi Note 13 4G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এতে 6GB RAM + 128GB Storage, 8GB RAM + 128GB Storage এবং 8GB RAM + 256GB Storage যোগ করা হয়েছে। ফোনটির দাম শুরু হয় প্রায় 20 হাজার টাকা থেকে। গ্লোবাল মার্কেটে এই ফোনটি Midnight Black, Mint Green, Ice Blue এবং Ocean Sunset কালারে সেল করা হবে। ভারতে Redmi Note 13 4G ফোনটি লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

Redmi Note 13 4G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Redmi Note 13 4G ফোনে 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশরেট ও 1800 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: Redmi Note 13 4G ফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং মিইউআই 14 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 2.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: Redmi Note 13 4G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 33 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
  • অন্যান্য: জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP54 রেটিং রয়েছে। এছাড়াও এই ফোনে 3.5mm অডিও জ্যাক, Dolby Atmos dual stereo speaker এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here