শক্তিশালী Snapdragon 8 Gen 2 চিপসেটসহ 4 জুলাই লঞ্চ হবে iQOO 11s, জেনে নিন বিস্তারিত

iQOO 11s সম্পর্কে বিগত বেশ কিছু সময় ধরে বিভিন্ন লিক রিপোর্ট প্রকাশ হয়ে চলেছে। এবার কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি ফোনটির লঞ্চ ডেট ঘোষণা করা হয়েছে। আগামী 4 জুলাই চীনে শক্তিশালী Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেটসহ আইকু 11এস ফোনটি লঞ্চ করা হবে। এখনও পর্যন্ত লিকের মাধ্যমে সামনে আসা iQOO 11s এর স্পেসিফিকেশন সম্পর্কে নিচে জানানো হল। আরও পড়ুন: Airtel এর এই 5টি প্ল্যানে পাবেন আনলিমিটেড 5G ডেটা, Prime Video এবং Disney plus Hotstar এর সাবস্ক্রিপশন, দেখে নিন তালিকা

আইকু 11এসের ডিটেইলস

4 জুলাই কোম্পানি তাদের হোম মার্কেটে অর্থাৎ চীনে একটি বড় ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং এই ইভেন্টের মঞ্চেই iQOO 11s 5G ফোনটি লঞ্চ করা হবে। ভারতীয় সময় অনুযায়ী বিকাল সাড়ে চারটের সময় এই অনুষ্ঠানটির আয়োজন করা হচ্ছে। এই মঞ্চে আইকু 11এসের পাশাপাশি কোম্পানি iQOO TWS 1 in-ear earbuds লঞ্চ করতে চলেছে।

আইকু 11এসের স্পেসিফিকেশন

  • 6.78″ 2K+ 144Hz display
  • Snapdragon 8 Gen 2
  • 16GB RAM +1TB Memory
  • 200W fast charging
  • 50MP VSS Camera

স্ক্রিন: আইকু 11এস ফোনটিতে 6.78 ইঞ্চির 2কে প্লাস পিক্সেল রেজলিউশন সাপোর্টেড পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে ই6 এমোলেড স্ক্রিন দেওয়া হতে পারে এবং এটি 144 হার্টস রিফ্রেশরেতী কাজ করবে।

প্রসেসর: এই আইকু ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হবে এবং এতে প্রসেসিঙের জন্য 3.36 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 অক্টাকোর প্রসেসর যোগ করা হতে পারে। আরও পড়ুন: 29 জুন থেকে শুরু হবে Nothing Phone (2) ফোনের প্রি-বুকিং, জেনে নিন স্পেসিফিকেশন

মেমরি: লিক অনুযায়ী মার্কেটে আইকু 11এস ফোনটি চারটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। ফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ,16GB RAM + 256GB মেমরি, 16GB RAM + 512GB মেমরি এবং 16GB RAM 1TB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট পেশ করা হতে পারে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে VSS Camera দেওয়া হবে। লিক অনুযায়ী এতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে। এর সঙ্গে এই ফোনে 13 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হবে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য আইকু 11এস 5জিতে 5000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। আরও পড়ুন: 32MP Selfie এবং 50MP Rear ক্যামেরাসহ লঞ্চ হল Vivo X90S স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

চার্জিং: লিক অনুযায়ী এই ফোনে 200 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড থাকবে। এই টেকনোলজির সাহায্যে ফোনটি মাত্র কয়েক মিনিটের মধ্যে 0 থেকে 100 শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here