এপ্রিল মাসে realme তাদের narzo 70x 5G স্মার্টফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটিতে MediaTek Dimensity 6100+ প্রসেসর, 8GB RAM এবং 5,000mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছিল। কোম্পানির পক্ষ থেকে এই কম দামে 5জি ফোনটি 2,000 টাকা ছাড় সহ মাত্র 11,999 টাকা দামে সেল করা হচ্ছে।
রিয়েলমি স্মার্টফোনের ডিসকাউন্ট
কোম্পানির পক্ষ থেকে realme narzo 70x 5G ফোনটির 8জিবি RAM সহ মডেলে 2,000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ফোনটির 13,999 টাকা দাম ছিল, তবে 2 হাজার টাকা ছাড়ের পর ফোনটি মাত্র 11,999 টাকা দামে সেল করা হচ্ছে।
একইভাবে realme narzo 70x 5G ফোনটির 6জিবি RAM সহ মডেলে 1,750 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ফ্ল্যাটডিসকাউন্টের পর 12,999 টাকা দামের ফোনটি মাত্র 11,249 টাকা দামে কেনা যাচ্ছে।
তবে এই অফার উপভোগ করার জন্য কোনো ধরনের স্পেশাল ক্রেডিট কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন হবে না। সমস্ত ইউজাররাই কোনো রকমের শর্ত বা নিয়ম ছাড়াই ডিসকাউন্ট সহ ফোনটি কিনতে পারবেন।
কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং শপিং সাইড আমাজনের মাধ্যমে ডিসকাউন্ট সহ রিয়েলমি ফোনটি কেনা যাবে। এই সাইটে ফোনটির 6জিবি RAM সহ মডেলে 1750 টাকা এবং 8জিবি RAM সহ মডেলে 2000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।
realme narzo 70x 5G এর স্পেসিফিকেশন
- 6.72″ FHD+ 120Hz Screen
- MediaTek Dimensity 6100+
- 6GB Dynamic RAM
- 8MP Selfie Camera
- 50MP AI Camera
- 5,000mAh Battery
- 45W SUPERVOOC Charge
ডিসপ্লে: realme narzo 70x 5G ফোনে 1080 x 2400 এইচডি + রেজোলিউশন সহ 6.72 ইঞ্চির এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 120Hz রিফ্রেশ রেট, 240 টাচ সেপ্লিং রেট, 1500:1 কন্ট্রাস্ট রেশিও এবং 800নিটস ব্রাইটনেস যোগ করা হয়েছে।
প্রসেসর: realme narzo 70x 5G ফোন অ্যান্ড্রয়েড 14 এবং realme ইউআই 5.0 সহ কাজ করে। কোম্পানি এই ফোনে প্রসেসিঙের জন্য মিডিয়াটেক ডায়মেনসিটি 6100 প্লাস চিপসেট সহ পেশ করেছে। এই ফোনটি 2.2Ghz পর্যন্ত ক্লক স্পীডে কাজ করে, ফলে গেমিং সহ অন্যান্য অপশন স্মুথ ভাবে উপভোগ করতে পারবে। একইসঙ্গে গ্রাফিক্সের জন্য এতে মালী জি57 জিপিউ যোগ করা হয়েছে।
স্টোরেজ: এই realme narzo 70x 5G ফোনটি 6GB ডায়নেমিক RAM ফিচার সহ লঞ্চ করা হয়েছে। এই ফিচারের মাধ্যমে ফোনের ফিজিক্যাল RAM এবং ভার্চুয়াল RAM এর মাধ্যমে 14GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনে 128GB স্টোরেজ রয়েছে এবং মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে।
ক্যামেরা: realme narzo 70x 5G ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ করা হয়েছে। এতে এফ/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং এফ/2.4 অ্যাপারচারযুক্ত 2 মেগাপিক্সেল অন্য লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য realme narzo 70x 5G ফোনে 5000mAh শক্তিশালী ব্যাটারি সহ দ্রুত চার্জিঙের জন্য 45ওয়াট সুপারবুক চার্জিং ফিচার দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনে ইউনিভার্সাল USB Type-C পোর্ট যোগ করা হয়েছে।
অন্যান্য: অন্যান্য ফিচার হিসেবে ইন ওয়াটার টাচ ফিচার, রেয়ার জেসচার ফিচার, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল স্টিরিও স্পিকার এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য আইপি54 রেটিং যোগ করা হয়েছে। এই ফোনে ডুয়াল সিম 5G, 4G, ওয়াই-ফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি পোর্টের মতো ফিচার দেওয়া হয়েছে।
কোথা থেকে কিনবেন realme narzo 70x 5G?
realme narzo 70x 5G ফোনটির টেস্ট চলাকালীন 404437 AnTuTu Score পেয়েছে। এই সেগমেন্টে iQOO Z9 Lite এবং Infinix Note 40x ফোনটির সঙ্গে প্রতিযোগিতা হয়। 2 হাজার টাকা ডিসকাউন্ট সহ 8GB RAM মডেল 11,999 টাকা দামে পাওয়া যাচ্ছে। এতে 50 মেগাপিক্সেল ক্যামেরা, 5000এমএএইচ ব্যাটারি এবং 120হার্টস রিফ্রেশ রেট সহ এফএইচডি + স্ক্রিন দেওয়া হয়েছে। এই দামে রিয়েলমি ফোন কেনা যাচ্ছে।