ভারতে OPPO Reno 14 সিরিজ লঞ্চের আগেই প্রকাশ্যে এল 200MP ক্যামেরা সহ Reno15 এবং Reno15 Pro স্মার্টফোনের ডিটেইলস

3 জুলাই ভারতে OPPO Reno 14 সিরিজের অধীনে OPPO Reno 14 5G এবং OPPO Reno 14 Pro 5G স্মার্টফোনদুটি লঞ্চ করা হবে। এই সিরিজের ভারতে লঞ্চের আগেই কোম্পানির নেক্সট OPPO Reno15 সিরিজ সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে। লিকের মাধ্যমে OPPO Reno 15 5G এবং OPPO Reno 15 Pro 5G স্মার্টফোনের গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO Reno15 সিরিজের ডিটেইলস সম্পর্কে।

OPPO Reno15 series

শুনতে অবাক লাগলেও, ভারতে OPPO Reno 14 সিরিজ লঞ্চের আগেই OPPO Reno15 সিরিজের লিক আসতে শুরু করেছে। জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন আপকামিং OPPO Reno15 সিরিজের তথ্য ইন্টারনেটে শেয়ার করেছে। লিকের মাধ্যমে সিরিজের OPPO Reno 15 এবং Reno 15 Pro স্মার্টফোনের গুরুত্বপূর্ণ ডিটেইলস জানানো হয়েছে। একইসঙ্গে চীনের লিকের বক্তব্য অনুযায়ী কোম্পানি তাদের আসন্ন মডেলে কাজ করছে।

OPPO Reno15 সিরিজের লিক

ডিসপ্লে

লিকের মাধ্যমে আপকামিং স্মার্টফোনের ডিসপ্লে এবং ক্যামেরা সম্পর্কে জানানো হয়েছে। ডিসিএসের বক্তব্য অনুযায়ী OPPO Reno 15 5G ফোনটি একটি কম্প্যাক্ট স্মার্টফোন হতে চলেছে, এটি 6.3 ইঞ্চির ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। আপকামিং স্মার্টফোনটিকে ‘ছোট’ বলা হচ্ছে, কারণ Reno 14 স্মার্টফোনে 6.59 ইঞ্চির ডিসপ্লে ব্যাবহার করা হয়েছে। অন্যদিকে সিরিজের Reno 15 Pro স্মার্টফোনটি 6.78 ইঞ্চির ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। 3 জুলাই আসন্ন OPPO Reno 14 Pro স্মার্টফোনটিতে 6.83 ইঞ্চির ডিসপ্লে থাকবে।

ব্যাটারি

কোম্পানির পক্ষ থেকে OPPO Reno15 series এ শক্তিশালী ব্যাটারি দেওয়া হবে। বাজারে উপস্থিত OPPO Reno 14 5G এবং OPPO Reno 14 Pro 5G স্মার্টফোনদুটিতে 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, অন্যদিকে OPPO Reno 15 এবং OPPO Reno 15 Pro স্মার্টফোনদুটিতে 200MP ক্যামেরা দেওয়া হবে। এছাড়া আপকামিং স্মার্টফোনে periscope telephoto লেন্স যোগ করা হবে বলে জানানো হয়েছে।

OPPO Reno14 Series এর ভারতীয় লঞ্চ

আগামী 3 জুলাই ভারতে OPPO Reno14 সিরিজ লঞ্চ করা হবে। এই সিরিজের অধীনে OPPO Reno 14 5G এবং OPPO Reno 14 Pro 5G স্মার্টফোনদুটি পেশ করা হবে। 3 জুলাই দুপুর 12 টা কোম্পানির একটি বড় ইভেন্ট অনুষ্ঠিত করবে, এটি ইন্টারনেটে লাইভ দেখানো হবে। একইসঙ্গে ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং সমস্ত ওপ্পো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই লঞ্চ ইভেন্ট লাইভ দেখা যাবে। অন্যদিকে শপিং সাইট ফ্লিপকার্টে OPPO Reno 14 সিরিজ লঞ্চ লাইভ স্ট্রিম করা যাবে।

OPPO Reno 14 Pro এর স্পেসিফিকেশন (চীন)

  • 6.83″ FHD+ AMOLED Display
  • Mediatek Dimensity 8450
  • 50MP+50MP+50MP Back Camera
  • 50MP Selfie Camera
  • 6,200mAh Battery
  • 80W Super Flash Charge

প্রসেসর: চীনে OPPO Reno 14 Pro ফোনটি Android 15 বেসড ColorOS 15 সহ পেশ করা হয়েছে। এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3.25GHz ক্লক স্পীডযুক্ত শক্তিশালী MediaTek Dimensity 8450 প্রসেসর যোগ করা হয়েছে। এই চিপসেট সহ ভারতে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

ডিসপ্লে: Reno 14 Pro ফোনটি 2800 × 1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ-হোল ফ্ল্যাট স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ওপো ফোনটিতে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Crystal Shield Glass প্রোটেকশন যোগ করা হয়েছে।

ক্যামেরা: এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP wide-angle OIS সেন্সর, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 80mm ফোকাল লেন্থ ও 50MP টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: Reno 14 Pro ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6200mAh ব্যাটারি রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here