ভারতে 8 মার্চ লঞ্চ হবে OPPO F19 সিরিজ, শুরু হল প্রি-অর্ডার

ওপ্পো ফ‍্যানদের জন্য কোম্পানি আজ এক খুশির খবর নিয়ে এসেছে। ওপ্পো ইন্ডিয়া তাদের অফিসিয়াল টুইটার হ‍্যান্ডেলের মাধ্যমে জানিয়ে দিয়েছে আগামী 8 মার্চ কোম্পানি ভারতে তাদের ‘ওপ্পো এফ19’ সিরিজ লঞ্চ করতে চলেছে। কোম্পানি তাদের এই আগামী সিরিজে  OPPO F19 Pro এবং OPPO F19 Pro Plus স্মার্টফোন পেশ করবে। এর মধ্যে OPPO F19 Pro ফোনটি 4জি কানেক্টিভিটির সঙ্গে লঞ্চ করা হলেও OPPO F19 Pro Plus ফোনটি 5জির সঙ্গে মার্কেটে আনা হবে।

আরও পড়ুন: আলোড়ন সৃষ্টি করতে আসছে ফোল্ডেবল iPhone, এতে আছে 8 ইঞ্চির ডিসপ্লে, জেনে নিন কবে লঞ্চ

লঞ্চ ডিটেইলস

আগামী 8 মার্চ সন্ধ্যা 7টার সময় OPPO F19 Pro এবং OPPO F19 Pro Plus 5G ফোনটির লঞ্চ ইভেন্ট শুরু হবে। এটি একটি মিউজিক ইভেন্ট হতে চলেছে যেখানে বিভিন্ন সিংগার ও মিউজিক গ্ৰুপ লাইভ পারফর্ম করবে। কোম্পানির ইউটিউব চ‍্যানেলসহ সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্মে এই ইভেন্ট লাইভ দেখানো হবে। এর পাশাপাশি শপিং সাইট ফ্লিপকার্ট ও আমাজন ইন্ডিয়াতেও লাইভ ব্রডকাস্ট করা হবে। এই ইভেন্টের মঞ্চেই কোম্পানি তাদের এই আগামী স্মার্টফোন সিরিজের দাম ঘোষণা করবে এবং ভারতে সেল সম্পর্কে জানাবে। জানিয়ে রাখি কোম্পানি তাদের ‘ওপ্পো এফ19’ সিরিজের জন্য বলিউড তারকা বরুণ ধাওয়ানকে ব্র‍্যান্ড অ্যাম্বাসাডার নির্বাচন করেছে।

ফিচার ও স্পেসিফিকেশন

OPPO F19 Pro এবং OPPO F19 Pro Plus ফোনদুটিতে স্ক্রিনের ওপরের বাঁদিকের কোণায় সেলফি ক‍্যামেরা সেন্সরসহ পাঞ্চ হোল কাট‌আউট থাকবে। ফোনের ডিসপ্লের তিন দিক বেজল লেস ও নিচের দিকে অল্প বডি পার্ট দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকে আয়তাকার ফ্রেমের মধ্যে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ রয়েছে। ফোনগুলির ডান দিকের প‍্যানেলে পাওয়ার বাটন ও বাঁদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন অবস্থিত। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি, তাই মনে করা হচ্ছে এই ফোনে পাওয়ার বাটনে অথবা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার থাকবে।

আরও পড়ুন: এখন কম দামেও পাওয়া যাবে ‘পাওয়ার’, Motorola আনছে নতুন স্মার্টফোন Moto G10 Power

কোম্পানি জানিয়ে দিয়েছে তাদের এই নতুন সিরিজে OPPO 50W Flash Charge টেকনোলজি যোগ করা হবে। শোনা যাচ্ছে কোম্পানি ফোনগুলি 30 হাজার টাকার বাজেটে সেল করবে। এই ফোনগুলি মিডিয়াটেক ডায়মেনসিটি চিপসেটের সঙ্গে লঞ্চ করা হতে পারে। প্রসঙ্গত এটি একটি 5জি চিপসেট। এই ফোনে 10এক্স জুম ফিচার দেখা যেতে পারে এবং এর জন্য টেলিফোটো লেন্স ব‍্যবহার করা হবে বলে মনে করা হচ্ছে। এসব ছাড়া থাকবে ফাস্ট চার্জিং টেকনোলজি। এই ফোনগুলি অ্যান্ড্রয়েড 11 আউট অফ দি বক্স পাওয়া যাবে এবং কালার ওএসে কাজ করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here