আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হবে POCO C55, জেনে নিন লঞ্চ ডেট

Highlights

  • ভারতে 21 ফেব্রুয়ারি লঞ্চ হবে POCO C55
  • এই ফোনটিকে Redmi 12C-এর রিব্র্যান্ডেড ভার্সন বলা হচ্ছে।
  • Poco ফোনে 50MP ক্যামেরা এবং MediaTek Helio G85 চিপসেট থাকবে।

বেশ কিছু দিন ধরে আলোচনায় থাকার পর, অবশেষে ভারতে Poco C55 স্মার্টফোনের লঞ্চ ডেট সামনে এসেছে। কোম্পানি অফিসিয়ালি জানিয়েছে যে POCO C55 স্মার্টফোনটি 21 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে। এটি একটি লো বাজেট মোবাইল ফোন যেখানে 50MP ক্যামেরা, MediaTek Helio G85 এবং 5,000mAh ব্যাটারির মতো স্পেসিফিকেশন দেওয়া যেতে পারে। এই পোস্টে আপনাদের এই ফোনটির লঞ্চ ডিটেইলস এবং ফিচার সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: প্রসার ভারতীর জন্য তৈরি হচ্ছে OTT প্ল্যাটফর্ম, দেখা যেতে পারে Shriman Shrimati এবং Circus এর মতো একাধিক জনপ্রিয় শো!

ভারতে এইদিন লঞ্চ হবে POCO C55 স্মার্টফোন

POCO India তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে পোস্ট করে ফোনটির লঞ্চের ডেট প্রকাশ্যে এনেছে। কোম্পানি জানিয়েছে যে 21 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে Poco C55 স্মার্টফোন। এই ফোনটির দাম এইদিন দুপুর 12 টায় জানানো হবে। লঞ্চ ডেটের সাথে, এটিও জানানো হয়েছে যে এই Poco ফোনটি শপিং সাইট Flipkart এ সেলের জন্য উপলব্ধ করা হবে। ফোনের দাম সম্পর্কে জানার জন্য 21শে ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

POCO C55 স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • 50MP ক্যামেরা
  • 6.71″ HD+ ডিসপ্লে
  • MediaTek Helio G 85
  • 6GB RAM + 128GB স্টোরেজ
  • 10W 5,000mAh ব্যাটারি

Poco C55 স্মার্টফোনটি চীনে লঞ্চ হওয়া Redmi 12C স্মার্টফোনের একটি রিব্র্যান্ডেড ভার্সন হবে বলে জানা গেছে। রিপোর্ট অনুযায়ী, এই Poco ফোনের স্পেসিফিকেশনও Redmi মোবাইলের মতই হবে। চীনে Redmi 12Cস্মার্টফোনটি MediaTek Helio G85 চিপসেটে লঞ্চ করা হয়েছে, যা একটি অক্টা-কোর প্রসেসর সহ 2.0GHz ক্লক স্পিডে কাজ করে। চীনে, এই ফোনটি 6GB র‌্যাম এবং 128GB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। আরও পড়ুন: BSNL এর এইসব প্রিপেড প্ল্যানে প্রতিদিন পাবেন 2GB ডেটা, জেনে নিন বিস্তারিত

POCO C55 স্মার্টফোনে Redmi 12C-এর মতো 20.6:9 অ্যাসপেক্ট রেশিওতে নির্মিত 1650×720 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.71-ইঞ্চি HD+ ডিসপ্লে দেওয়া যেতে পারে। এই ফোনের স্ক্রিন 500নিটস ব্রাইটনেস এবং 1500: 1 কন্ট্রাস্ট রেশিওর মতো ফিচার সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য Redmi 12C স্মার্টফোনে 10W ফাস্ট চার্জিং টেকনোলজি সহ একটি 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য Redmi 12C স্মার্টফোনটি ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এই ফোনের ব্যাক প্যানেলে একটি 50-মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর দেওয়া হয়েছে, যা একটি সেকেন্ডারি AI লেন্সের সাথে কাজ করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই মোবাইল ফোনটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।এই ফোনটি অ্যান্ড্রয়েড বেসড MIUI 13-এ কাজ করে এবং এই একই ফিচারগুলি Poco C55 স্মার্টফোনেও দেখা যেতে পারে। আরও পড়ুন: 50MP Camera এবং 5,000mAh Battery এর সঙ্গে লঞ্চ হল Vivo Y56 5G স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here