BSNL এর এইসব প্রিপেড প্ল্যানে প্রতিদিন পাবেন 2GB ডেটা, জেনে নিন বিস্তারিত

সরকারী-মালিকানাধীন টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এর কাছে এমন অনেক প্ল্যান (প্রিপেইড রিচার্জ প্ল্যান) রয়েছে যা কম দামে একাধিক সুবিধা প্রদান করে। অন্যদিকে BSNL বেসরকারী কোম্পানিগুলোকে টেক্কা দেওয়ার জন্য প্রতিদিন তাদের নতুন প্ল্যান চালু করে চলেছে। আজকের এই পোস্টে আপনাদের BSNL-এর কিছু প্রিপেইড প্ল্যান (BSNL ডেটা প্ল্যান এবং নেট প্যাক) সম্পর্কে তথ্য দেওয়া হল যেগুলি দৈনিক 2GB ডেটা প্রদান করে। তাহলে চলুন দৈনিক 2GB ডেটা সহ BSNL-এর সেরা 5 টি প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক। আরও পড়ুন: 50MP Camera এবং 5,000mAh Battery এর সঙ্গে লঞ্চ হল Vivo Y56 5G স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

BSNL এর দৈনিক 2GB ডেটা রিচার্জ প্ল্যান

  • BSNL STV Rs 97
  • BSNL Voice Rs 187
  • BSNL STV Rs 347
  • BSNL STV Rs 395
  • BSNL STV Rs 499

1. BSNL-এর 97 টাকার প্ল্যান

BSNL -এর এই প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন 2GB মোবাইল ডেটা দেওয়া হচ্ছে। অন্যদিকে এই রিচার্জে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এর সুবিধা পাওয়া যায়। এছাড়াও গ্রাহকদের প্রতিদিন 100টি SMS এর সুবিধাও দেওয়া হচ্ছে। এছাড়াও এই প্ল্যানের ভ্যালিডিটি 18 দিন। এইভাবে গ্রাহকরা মোট 36GB ডেটা পাবেন। ডেটা কোটা শেষ হওয়ার পরে ইন্টারনেট স্পিড কমে 80Kbps এ নেমে আসবে।

2. BSNL-এর 187 টাকার প্ল্যান

BSNL-এর 187 টাকার প্রিপেড প্ল্যানে গ্রাহকরা 28 দিনের মেয়াদ সহ আনলিমিটেড লোকাল, STD এবং রোমিং ভয়েস কল, দৈনিক 2 GB হাই-স্পিড ডেটা এবং দৈনিক 100 SMS এর সুবিধা পাবেন। এছাড়াও এই প্ল্যানে 28 দিনের জন্য PRBT অ্যাক্সেস উপলব্ধ। ডেটা কোটা শেষ হওয়ার পরে ইন্টারনেট স্পিড 40Kbps-এ নেমে আসে। আরও পড়ুন: Airtel নিয়ে এসেছে নতুন সস্তা প্ল্যান, চাপের মুখে Jio

3. BSNL-এর 347 টাকার প্ল্যান

347 টাকার BSNL প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100টি SMS এবং দৈনিক 2GB হাই-স্পিড ডেটার সুবিধা পাওয়া যায়। এই প্ল্যানটি 56 দিনের ভ্যালিডিটির সাথে পেশ করা হয়েছে। এই প্ল্যানে 56 দিনের জন্য Challenges Arena মোবাইল গেমিং সার্ভিস উপলব্ধ। ডেটা কোটা শেষ হওয়ার পরে ইন্টারনেট স্পিড কমে 80Kbps এ চলে আসে। এছাড়াও দিল্লি মুম্বাই সহ ন্যাশনাল রোমিংয়ে আনলিমিটেড কলিং এর সুবিধা পাওয়া যাবে।

4. BSNL-এর 395 টাকার প্ল্যান

BSNL-এর এই রিচার্জ প্ল্যানের দাম 395 টাকা। এই প্ল্যানে 71 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এছাড়াও এই প্ল্যানে ইন্টারনেট ব্যবহারের জন্য দৈনিক 2GB ডেটা পাওয়া যাচ্ছে। দৈনিক ডেটা লিমিট শেষ হওয়ার পরে ইন্টারনেট স্পিড 40 kbps-এ নেমে যাবে। BSNL-এর এই প্ল্যানে আপনি BSNL থেকে BSNL ভয়েস কলের (লোকাল / ন্যাশনাল) 3000 মিনিট এবং BSNL থেকে অন্যান্য ভয়েস কল (লোকাল/ন্যাশনাল) 1800 মিনিটের সুবিধা পাচ্ছেন। ফ্রি মিনিট শেষ হওয়ার পরে 20 পয়সা প্রতি মিনিট চার্জ দিতে হবে। আরও পড়ুন: এই সপ্তাহে ডিজিটাল রিলিজের জন্য প্রস্তুত Lost সহ একাধিক ওয়েব সিরিজ এবং সিনেমা, দেখে নিন তালিকা

5. BSNL-এর 499 টাকার প্ল্যান

BSNL-এর 499 টাকার প্ল্যানে 90 দিনের ভ্যালিডিটি রয়েছে। এছাড়াও এই প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা পাওয়া যাচ্ছে। অর্থাৎ, 90 দিনের মধ্যে মোট 180GB ডেটা পাওয়া যাবে। অন্যদিকে দৈনিক 2GB ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে 40Kbps এ চলে আসবে। এছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সঙ্গে ফ্রি ন্যাশনাল রোমিং সার্ভিসও দেওয়া হচ্ছে। এছাড়াও ইউজাররা প্রতিদিন 100টি SMS, PRBT সার্ভিস এবং জিঙ্ক মিউজিক সার্ভিসের ফ্রি সার্ভিস পাবেন৷

নোট: BSNL প্ল্যানগুলি সারা দেশে বিভিন্ন সার্কেলে বিভিন্ন সুবিধা সহ আসে। তাই আমাদের পরামর্শ রিচার্জ করার আগে কোম্পানির সাইট বা BSNL কাস্টমার কেয়ার থেকে অবশ্যই প্ল্যানে উপলব্ধ সুবিধাগুলি সম্পর্কে যাচাই করে নেবেন৷ আরও পড়ুন: 50MP ক্যামেরাসহ শীঘ্রই ভারতে লঞ্চ হবে POCO C55 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here