মৃত্যুর কারণ PUBG ব‍্যানড, পশ্চিমবঙ্গে আত্মঘাতী 21 বছরের যুবক

Player Unknown’s Battleground অর্থাৎ PUBG এর জন্য ভারত সবচেয়ে বড় মার্কেট। গত 2 সেপ্টেম্বর ভারত সরকার দেশ থেকে পাবজিসহ 118টি অ্যাপ ব‍্যানড করেছে। পাবজি ব‍্যানড হ‌ওয়ায় দেশের লক্ষ লক্ষ গেমার মর্মাহত হয়ে পড়েছে। গোটা দেশে এই অনলাইন মোবাইল গেমটি ব‍্যানড হ‌ওয়ায় জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কিছু মানুষের কাছে এই সিদ্ধান্ত ভালো মনে হলেও বেশিরভাগ মানুষই এর বিরুদ্ধে কথা বলছেন। কিন্তু এতকিছুর মাঝে একটি অত‍্যন্ত খারাপ খবর পাওয়া গেছে। জানা গেছে পাবজি ব‍্যানড হ‌ওয়ার ফলে শোকাহত হয়ে আত্মহত্যা করেছে এক 21 বছরের যুবক।

আরও পড়ুন: খুব সহজেই লুকানো যায় WhataApp এর সিক্রেট চ‍্যাট, জেনে নিন পদ্ধতি

এই অবাক করা এবং অত‍্যন্ত দুঃখের ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী, ভারতে পাবজি মোবাইল ব‍্যানড হ‌ওয়ায় দুঃখ পেয়ে পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় বসবাসকারী এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এই 21 বছর বয়সী যুবক পেশায় ছাত্র।

খবর অনুযায়ী গত 4 সেপ্টেম্বর প্রীতম হালদার নামের এই যুবক সকালের জলখাবার খেয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। দুপুরে তাকে খেতে ডাকতে গিয়ে দরজা বন্ধ দেখে এবং কোনো আওয়াজ না পেয়ে ঘাবড়ে গিয়ে প্রতিবেশীদের ডেকে আনেন। সবাই মিলে দরজা ভেঙে ঘরে ঢোকে।

আরও পড়ুন: 17 সেপ্টেম্বর লঞ্চ হবে Realne 7i, লিক হল ডিজাইন ও ফিচার

দরজা ভেঙে দেখা যায় প্রীতমের মৃতদেহ পাখার সঙ্গে ঝুলছে। পুলিশের বক্তব্য অনুযায়ী, প্রীতমের মা জানিয়েছেন দুদিন ধরে যুবকের ফোনে পাবজি বন্ধ হয়ে যাওয়ায় সে অত্যন্ত মুষড়ে পড়েছিল। তিনি পুলিশকে আরও জানিয়েছেন প্রীতম প্রায় প্রতিদিন‌ই গভীর রাত পর্যন্ত জেগে পাবজি খেলত।

পুলিশের ধারণা দেশে পাবজি ব‍্যানড হয়ে যাওয়ায় এই যুবক ফোনে গেম খেলতে পারছিল না ফলে সে অত্যন্ত উদ্বিগ্ন ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করে। এই ধরনের ঘটনা থেকে সত্যিই হয়ত এখন শিক্ষা নেওয়ার সময় এসে গেছে। আমাদের যুব সমাজকে বুঝতে হবে একটি সামান্য মোবাইল গেমের জন্য একজন মানুষ নিজের কতটা ক্ষতি করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here