17 সেপ্টেম্বর লঞ্চ হবে Realne 7i, লিক হল ডিজাইন ও ফিচার

টেক কোম্পানি রিয়েলমি গত সপ্তাহে ভারতের মার্কেটে Realme 7 ও Realme 7 Pro লঞ্চ করেছিল। এই রিয়েলমি 7 সিরিজের ফোনদুটিতে ফাস্ট চার্জিং ও কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এবার খবর পাওয়া গেছে কোম্পানি তাদের এই লেটেস্ট সিরিজে একটি নতুন ফোন যোগ করতে চলেছে। Realne 7i নামে এই ফোনটি Realne 6i এর আপগ্ৰেডেড ভার্সন হিসেবে আগামী 17 সেপ্টেম্বর ইন্দোনেশিয়াতে লঞ্চ করা হবে।

আরও পড়ুন: 5,000mAh ব‍্যাটারী ও 5টি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল দুর্দান্ত Samsung Galaxy A42 5G

এই ফোনটি লঞ্চের আগে কোম্পানির ওয়েবসাইটে ইভেন্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে Realne 7i ফোনটি ভারতে লঞ্চ করা Realne 7 এর ছোট ভার্সন হবে। এছাড়া ফোনটির কিছু প্রমোশনাল পোস্টার অনলাইনে পাওয়া গেছে যার থেকে ফোনটির স্পেসিফিকেশন ও ডিজাইন সম্পর্কে জানা গেছে। কোম্পানি ইন্দোনেশিয়াতে Realne 7i ফোনের সঙ্গে Realne 7 সিরিজের অন‍্যান‍্য ফোনগুলিও লঞ্চ করবে।

Realne 7i এর ডিজাইন

Realne 7i ফোনটির ব‍্যাক প‍্যানেলে রেক্ট‍্যাঙ্গুলার শেপে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে কোম্পানির লোগো এবং সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হবে। এছাড়া ফোনটির ফ্রন্ট প‍্যানেলে ওপরের বাঁদিকে একটি পাঞ্চ হোল কাট‌আউট দেওয়া হবে। মনে করা হচ্ছে Realne 7 এর মতোই এই ফোনটির বডিও পলিকার্বনেট দিয়ে তৈরি হবে।

আরও পড়ুন: ঘোষণা হল Realme Narzo 20 সিরিজ, দুর্দান্ত ফিচারসহ খুব তাড়াতাড়ি আসছে মার্কেটে

Realne 7i এর স্পেসিফিকেশন

লিক পোস্টারের তত অনুযায়ী Realne 7i তে 1600 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে থাকবে এবং এই ফোনের ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত হবে। এই ফোনটি স্ন‍্যাপড্রাগন 662 চিপসেটে রান করবে বলে জানা গেছে। আশা করা হচ্ছে ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে রিয়েলমি ইউআই কাস্টম স্কিনে কাজ করবে।

ফোটোগ্রাফির জন্য Realne 7i তে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর ও দুটি 2 মেগাপিক্সেলের সেন্সর থাকবে। সেলফি ও ভিডিও কলের এতে 16 মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Realne 7i তে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচ ব‍্যাটারী থাকবে বলে জানা গেছে।

আরও পড়ুন: 8GB RAM, 64MP কোয়াড ক‍্যামেরা ও 40 ওয়াট 4200 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল এই স্টাইলিশ Huawei স্মার্টফোন

ইন্দোনেশিয়াতে Realne 7i ফোনটি আপাতত 200,000 Indonesian Rupiah (প্রায় 1,000 টাকা) দামে প্রি অর্ডার করা যাচ্ছে। তবে ফোনটির সঠিক দাম আগামী 17 সেপ্টেম্বর‌ই জানা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here