Mobile Phone আমাদের দৈনন্দিন রুটিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করেছে। এর অনেক সুবিধা আছে আবার অনেক অসুবিধাও আছে। মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার নানা ধরনের সমস্যাকে আমন্ত্রণ জানায়। ফোনের প্রতি আসক্তির এমনই একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে ছত্তিশগড়ের চিত্রকোটে, যেখানে বাবা-মা মেয়েকে অতিরিক্ত মোবাইল ব্যবহারের জন্য বকাঝকা করেছিলেন এবং অভিমানে মেয়েটি 90 ফুট গভীর ঝর্ণায় ঝাঁপ দেয়। আরও পড়ুন:এই সপ্তাহে OTT-তে রিলিজ হবে এইসব সিনেমা এবং সিরিজ, জেনে নিন তালিকা
কি ঘটেছ?
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, চিত্রকোটের ‘মিনি নায়াগ্রা’ নামে পরিচিত ঝর্ণায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে সরস্বতী মৌর্য নামের এক কিশোরী। মেয়েটির বয়স 21 বছর বলা হয়েছে, যিনি একই শহরে কর্মরত। জানা গেছে, সরস্বতীর পরিবারের সদস্যরা তার অতিরিক্ত ফোন ব্যবহার করার জন্য তাকে বকাঝকা করে এবং এই ক্ষোভে সে আত্মহত্যার পথ বেছে নেয়।
রিপোর্ট অনুযায়ী 18 জুলাই মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে। সরস্বতী বেশিরভাগ সময় তার মোবাইল ফোনে ব্যস্ত এবং তার এই অভ্যাসের কারণে তার বাবা মাও বিরক্ত হয়ে উঠেছিলেন। সরস্বতীর বাবা-মা তাকে বকাঝকা করতেন আর ফোন কম ব্যবহার করার কথা বলতেন। মঙ্গলবার দুপুর 1টার দিকে ওই মেয়েটির বাবা সন্তু মৌর্য মেয়েকে বকা দেন। তারপর মেয়েটি রেগে গিয়ে চিত্রকূট ঝর্ণায় পৌঁছে যায়। আরও পড়ুন: ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল এবং LED লাইট সহ লঞ্চ হবে Infinix GT সিরিজ
girl jumps from a height of 90 foot into the Chitrakote Waterfalls after her parents scolded her for using mobile phone. She, however, survived the plunge and emerged a few metres away.#Chhattisgarh #chitrakotewaterfalls #mobile #waterfallspic.twitter.com/WEkVxJq8HN
— Priyathosh Agnihamsa (@priyathosh6447) July 19, 2023
90 ফুট উচ্চতা থেকে ঝাঁপ
উপরের ভিডিওতে দেখা গেছে যে সরস্বতী ঝর্ণার মুখে দাঁড়িয়ে নিচে লাফ দেওয়ার চেষ্টা শুরু করেন। সেখানে উপস্থিত পর্যটকরাও আওয়াজ তোলে এবং মেয়েটিকে থামানোর চেষ্টা করে। কিন্তু তাসত্ত্বেও কিছুক্ষণের মধ্যেই সে আত্মহত্যার উদ্দেশে ঝর্ণায় ঝাঁপ দেয়।
ঝর্ণায় ঝাঁপ দেওয়ার পরে, সরস্বতী নিজেই সাঁতার কাটতে শুরু করেন এবং নিজেকে জল থেকে বের করার চেষ্টা করেন। এসময় জলপ্রপাতের কাছে উপস্থিত নিরাপত্তা কর্মীরা নৌকা নিয়ে মেয়েটিকে জল থেকে বের করে আনেন। 21 বছরের মেয়ের জীবন রক্ষা পেলেও এই ঘটনা আমাদের তরুণ প্রজন্মকে প্রভাবিত করছে। এই ঘটনার পর থেকেই মোবাইল ও সোশ্যাল মিডিয়ার জগৎ তরুণ প্রজন্মের বাস্তব জীবনে কতটা খারাপ প্রভাব ফেলতে পারে সেই নিয়ে আবার প্রশ্ন উঠতে শুরু করেছে। আরও পড়ুন: লঞ্চের আগে সামনে এল Vivo V29 5G ফোনের দাম, জেনে নিন ডিটেইলস
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









