30 মার্চ ভারতে লঞ্চ হবে শক্তিশালী POCO X3 Pro, এতে থাকবে 8GB RAM ও 5200mAh ব‍্যাটারী

পোকো সম্পর্কে দীর্ঘদিন ধরে খবর পাওয়া যাচ্ছে কোম্পানি ভারতের মার্কেটে তাদের ‘এক্স’ সিরিজের POCO X3 Pro নামের স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এছাড়া কিছু দিন আগে কয়েকটি লিকের মাধ্যমে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। এবার পোকো অফিসিয়ালিমিডিয়া ইনভাইট জারি করে জানিয়ে দিয়েছে কোম্পানি আগামী 30 মার্চ ভারতে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্টের মঞ্চ থেকেই দেশে কোম্পানি তাদের নতুন POCO X3 Pro লঞ্চ করবে। যদিও কোম্পানি এখনও পর্যন্ত ফোনটির নাম আড়ালেই রেখেছে। তবে ইনভিটিশনে ‘প্রো’ লেখা থাকায় বোঝা যাচ্ছে এটি POCO X3 Pro হতে চলেছে।

আরও পড়ুন: BSNL ইউজাররা এই ধরনের SMS থেকে সাবধান, সর্বস্বান্ত হতে পারে ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট

POCO X3 Pro এর স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত বেশ কিছু সার্টিফিকেশন সাইটে স্পেসিফিকেশনসহ এই ফোনটি লিস্টেড হতে দেখা গেছে। এইসব লিক অনুযায়ী প্রসেসিঙের জন্য POCO X3 Pro তে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 860 চিপসেট দেওয়া হতে পারে। এছাড়া এতে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। কিছু দিন আগে আমরা এক্সক্লুসিভ জানিয়েছিলাম কোম্পানি তাদের POCO X3 Pro ফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজসহ দুটি ভেরিয়েন্টে সেল করতে পারে। ফোনটি ব্ল‍্যাক, ব্লু ও ব্রোঞ্জ কালার ভেরিয়েন্টে পেশ করার সম্ভাবনা আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 5,200 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে।

ভারতীয় সাইটে লিস্টেড হল POCO X3 Pro

কয়েক দিন আগে ভারতের BIS সাইটে POCO X3 Pro ফোনটি লিস্টেড হ‌ওয়ায় ফোনটি ভারতে লঞ্চের সম্ভাবনা আরও বেড়ে গেছে। সার্টিফিকেশন সাইটে বলা হয় ফোনটি 4জি এলটিই কানেক্টিভিটির সঙ্গে লঞ্চ করা হবে।

আর‌ও পড়ুন: সামনে এল লো বাজেটের Micromax IN 1 এর ডিজাইন, লঞ্চ হবে 19 মার্চ

POCO F3 

কয়েক দিন আগে মিডিয়া রিপোর্ট থেকে জানা গেছে গ্লোবাল মার্কেটে রেডমি কে40 সিরিজ পোকো ব্র‍্যান্ডের অধীনে লঞ্চ করা হবে। Redmi K40 এর রিব্র‍্যান্ডেড ভার্সন হিসেবে আন্তর্জাতিক মঞ্চে POCO F3 লঞ্চ করা হতে পারে। গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতেও POCO F3 পেশ করার সম্ভাবনা আছে। আমেরিকার সার্টিফিকেশন সাইট এফসিসি লিস্টিঙে কিছু দিন আগে Redmi K40 aka POCO F3 ফোনটি দেখা গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here