27 মার্চ ভারতে আসতে চলেছে Alcatel V3 সিরিজ, চাপে পড়বে Samsung ও Redmi

দীর্ঘ দিন বাদে Alcatel ব্র্যান্ড আবারও দেশের বাজারে ফিরে আসতে চলেছে। এবার কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে আগামী 27 মে ভারতে Alcatel V3 সিরিজ লঞ্চ করা হবে। এই ফোনটি লঞ্চের জন্য একটি ইভেন্টের আয়োজন করা হবে। তবে এই V3 সিরিজের অধীনে লঞ্চ হতে চলা স্মার্টফোন সম্পর্কে এখনও পর্যন্ত জানানো হয়নি।

27 মে মাসে লঞ্চ হবে Alcatel V3 সিরিজ

ইতিমধ্যেই Alcatel India এর মাধব শেঠ আপকামিং ফোনের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। সম্প্রতি তিনি তাঁর X হ্যান্ডেলে Alcatel V3 Ultra ফোনের রিটেইল বক্সের একটি ছবি পোস্ট করেছেন, এর মাধ্যমে ফোনের বেশ কিছু ফিচার এবং ডিজাইন সম্পর্কে আভাস পাওয়া গেছে।

আমরা আগেই জানিয়েছি সম্প্রতি Madhav Sheth তাঁর X হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে Alcatel এর আপকামিং ফোনের রিটেইল বক্স দেখিয়েছিলেন। আগেই জানানো হয়েছিল এই বক্সের মাধ্যমে স্পষ্টভাবে ফোনের Alcatel V3 Ultra নাম দেখা গেছে।

বক্সের ডিজাইন ব্ল্যাক কালারের এবং এতে ইয়েলো কালারে ফোনের নাম প্রিন্ট করা রয়েছে, ফলে একটি প্রিমিয়াম লুক পাওয়া যাচ্ছে। বিশেষত্ব হল বক্সে স্মার্টফোনের সঙ্গে stylus এর ছবিও দেখা গেছে। তাই ফোনটি stylus সাপোর্ট সহ বাজারে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এটি এই সেগমেন্টে একটি বিশেষ ফিচার বলে মনে করা হচ্ছে। আপকামিং Alcatel V3 Ultra ফোনের ডিজাইন অনেকটাই প্রায় TCL 50 Pro NxtPaper ফোনের মতো দেখাচ্ছে, এটি 2024 সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ করা হয়েছিল।

Flipkart-এ সেল হবে Alcatel ফোন

জানিয়ে রাখি Alcatel এর নতুন ফোনটির জন্য Flipkart এ ডেডিকেটেড মাইক্রোসাইট লাইভ হয়েছে। সাইটে ফোনটি 108% পিকচার কোয়ালিটি সহ টিজ করা হচ্ছে। তাই ফোনটি 108MP ক্যামেরা সহ লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। এছাড়া ফোনটি ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here