আসতে চলেছে নতুন 3টি itel POWER-ফুল স্মার্টফোন, আগামী মাসে ভারতে হবে লঞ্চ

কম দামে সুন্দর স্পেসিফিকেশন সহ স্মার্টফোন লঞ্চের জন্য জনপ্রিয় টেক কোম্পানি টেকনো ভারতের বাজারে তাদের প্রোডাক্টে নতুন ডিভাইস লঞ্চের প্রস্ততি নিচ্ছে। আমরা ইন্ডাস্ট্রি সোর্স থেকে খবর পেয়েছি কোম্পানি তাদের itel Power series এ কাজ করছে এবং এই সিরিজে তিনটি ফোন লঞ্চ করা হবে। অ্যাডভান্স ফিচার এবং স্পেসিফিকেশনযুক্ত এই ফোন আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে ভারতের বাজারে পেশ করা হবে।

itel Power series

আমাদের পাওয়া তথ্য অনুযায়ী আইটেক পাওয়ার সিরিজের তিনটি ফোন ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ করা হবে। এই ফোনের জন্য কোম্পানি গুগলের সঙ্গে হাত মিলিয়েছে এবং সিরিজের একটি ফোনে global-first Android version দেওয়া হবে যা অপারেটিং সিস্টেমের অপ্টিমাইজড ভার্সন হবে। এই সিরিজের দ্বিতীয় ফোনের বিশেষত্ব হবে ফোনটির Fast Charging ফিচার, এই ফিচার দ্রুত ব্যাটারি চার্জ ক্রাআর পাশাপাশি ব্যাটারি ম্যানেজমেন্টও করবে। এর সঙ্গে itel Power series এ নতুন এবং অ্যাডভান্স memory feature পর্যন্ত থাকবে।

ভারতে লঞ্চ হবে itel Power series

আমরা আইটেল পাওয়ার সিরিজ সম্পর্কে ইন্ডাস্ট্রি সোর্স থেকে জানতে পেরেছি। লিক থেকে নিশ্চিত জানা গেছে এই নতুন স্মার্টফোন সিরিজ ভারতে আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারি, 2024 মাসে লঞ্চ করা হবে এবং এই সিরিজের অধীনে তিনটি ফোন পেশ করা হবে। তবে এখনও পর্যন্ত সিরিজের সঠিক লঞ্চ ডেট জানা যায়নি।

itel P55+ এর স্পেসিফিকেশন

  • দাম: সম্প্রতি ভারতের বাজারে itel P55+ লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি 9,999 টাকা দামে সেল করা হয়। এই ফোনে 6GB RAM + 128GB স্টোরেজ রয়েছে।
  • ডিসপ্লে: itel P55+ ফোনে 6.6 ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে। এই পাঞ্চ হোল ডিসপ্লে এইচডি+ রেজোলিউশন এবং 90 হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করে।
  • প্রসেসর: itel P55+ ফোনটি অ্যান্ড্রয়েড 13 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 1.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত ইউনিসক টি606 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: এই ফোনটিতে 6GB expandable RAM ফিচার রয়েছে। ফলে ফোনটির 6GB physical RAM বাড়িয়ে 12GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যোগ করা হয়েছে। এছাড়া সেলফির জন্য ফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য itel P55 Plus ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here