প্রকাশ্যে এল Motorola Razr 50 এবং Razr 50 Ultra 5G স্মার্টফোনের লুক এবং স্পেসিফিকেশন, জেনে নিন ফিচার

এখনও পর্যন্ত ভারত সহ গ্লোবাল বাজারে মোটোরোলা ফ্লিপ ফোন ভালো রেসপন্স পেয়েছে। তাই শীঘ্রই কোম্পানি Razr 50 সিরিজ লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এই সিরিজের অধীনে Motorola Razr 50 এবং Motorola Razr 50 Ultra 5G স্মার্টফোন পেশ করা হতে পারে। আমারা লঞ্চের আগেই এই ফোনের রেন্ডাস এবং স্পেসিফিকেশনের ডিটেইলস সম্পর্কে জানতে পেরেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের লিক হওয়া ডিজাইন এবং ফিচারস সম্পর্কে।

Motorola Razr 50 5G এবং Razr 50 Ultra 5G এর রেন্ডার (লিক)

  • টিপস্টার সুধাংশু অম্বোরে মাধ্যমে আমরা Motorola Razr 50 5G এবং Motorola Razr 50 Ultra 5G স্মার্টফোনের রেন্ডাস এবং স্পেসিফিকেশনের ডিটেইলস সম্পর্কে জানতে পেরেছি।
  • লিকের মাধ্যমে Motorola Razr 50 স্মার্টফোনটি গ্রে এবং খাকি এর মতো দুটি কালার অপশনে দেখা গেছে। তবে Motorola Razr 50 Ultra স্মার্টফোনটি পিচ ফাজ, গ্রিন এবং ব্লু কালার অপশনে প্রকাশ্যে এসেছে।
  • মোটোরোলা কোম্পানি এই কালারগুলি অন্য নামে বাজারে পেশ কড়তে পারে।
  • রেন্ডাস অনুযায়ী এই ফোনে কভার স্ক্রিনে ক্যামেরা লেন্সের জন্য আলাদা-আলাদা কাটআউট রয়েছে।
  • ভ্যানিলা রেজার 50 5G ফোনে আলট্রা মডেলের তুলনায় ইনার স্ক্রিনে পাতলা বেজাল দেওয়া হতে পারে।
  • আলট্রা মডেলের বড়ো কভার স্ক্রিন দেওয়া হতে পারে। এই ফোনে পাতলা বেজালও যোগ করা হতে পারে।
  • এই দুটি ফোনের ব্যাক প্যানেলের নীচের দিকে কোম্পানির ব্র্যান্ডিং দেওয়া হতে পারে।

Motorola Razr 50 5G এবং Razr 50 Ultra 5G এর স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: Motorola Razr 50 5G এবং Razr 50 Ultra 5G স্মার্টফোনের FHD+ রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, SGS লো ব্লু লাইট সার্টিফাইট এবং SGS লো মোশ্যান ব্লার সার্টিফাইট ফিচার সহ 6.9 ইঞ্চির প্রাইমারি ডিসপ্লে দেওয়া হতে পারে। এই Motorola Razr 50 ফোনে 3.63-ইঞ্চির কভার স্ক্রিন এবং Razr 50 Ultra ফোনে 4-ইঞ্চির pOLED FHD+ রেজোলিউশন ডিসপ্লে যোগ করা হতে পারে।
  • প্রসেসর: Motorola Razr 50 5G স্মার্টফোনে MediaTek Dimensity 7300X এবং Razr 50 Ultra 5G স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর দেওয়া হতে পারে।
  • স্টোরেজ: Motorola Razr 50 5G স্মার্টফোনে 8GB RAM+ 256GB স্টোরেজ এবং Motorola Razr 50 Ultra 5G স্মার্টফোনে 12GB RAM+ 512GB স্টোরেজ দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: Motorola Razr 50 5G স্মার্টফোনে 50MP প্রাইমারি ক্যামেরা,13MP আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 32MP সেলফি ক্যামেরা সহ লঞ্চ করা হতে পারে। Motorola Razr 50 Ultra 5G স্মার্টফোনে 50MP বড়ো সেকেন্ডারি ক্যামেরা ছাড়া একই ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Razr 50 5G স্মার্টফোনে 4,200mAh বড়ো ব্যাটারি দেওয়া হতে পারে। Motorola Razr 50 Ultra 5G স্মার্টফোনে 45W ফাস্ট চার্জিং সহ 4,000mAh ব্যাটারি যোগ করা হবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here