লঞ্চের আগেই প্রকাশ্যে এল Honor Magic V Flip ফোনের ফটো, দেখে নিন ডিজাইন

আগামী জুন মাসে অনার তাদের নতুন ফ্লিপ স্মার্টফোন লঞ্চ করতে পারে। এই আপকামিং ফোনটি Honor Magic V Flip নামে হোম মার্কেট চীনে পেশ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো আগেই এই ফোনের রেন্ডাস ইমেজ প্রকাশ্যে এসেছে। এই ইমেজের মাধ্যমে ফোন লুক স্পষ্ট দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ডিজাইন এবং অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে।

Honor Magic V Flip এর রেন্ডাস ইমেজ (লিক)

  • চীনের এক টিপস্টার আপকামিং ফ্লিপ Honor Magic V Flip স্মার্টফোনের রেন্ডাস ইমেজ ইমেজ শেয়ার করেছে।
  • লিক অনুযায়ী Honor Magic V Flip স্মার্টফোনের হোয়াইট কালার ভেরিয়েন্টিকে লঞ্চের সময় রোক্কো হোয়াইট বলা হবে।
  • নীচে দেওয়া ইমেজ অনুযায়ী এই ফোনে বড়ো এক্সপ্যান্ডেবল ডিসপ্লে দেখা গেছে। তবে লিকের মাধ্যমে এই ফোনের কভার ডিসপ্লে সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
  • এই ফোনের বাঁদিকের কোণায় গোলাকার ক্যামেরা মডিউলে এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে।
  • এই ফোনের ব্যাক প্যানেলের নীচের দিকে অনারের লোগো দেওয়া হয়েছে। এই ফোনের ডানদিকে পাওয়ার এবং ভলিউম বাটন দেওয়া হতে পারে।
  • রিপোর্ট অনুযায়ী Honor Magic V Flip স্মার্টফোনে 4,500mAh ডুয়াল-সেল ব্যাটারি সহ দেওয়া হতে পারে। এই ফোনের অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে জানার জন্য এখনও অপেক্ষা করতে হতে পারে।

Honor 200 সিরিজের লঞ্চ ডেট এবং সম্ভাব্য ফিচারস

  • জানিয়ে রাখি কোম্পানি সম্প্রতি তাদের 200 সিরিজের লঞ্চ ডেট নির্ধারিত করা হয়েছে।
  • আগামী 27 মে আপকামিং 200 সিরিজের Honor 200 এবং Honor 200 Pro ফোন বাজারে পেশ করা হবে।
  • লিক অনুযায়ী Honor 200 ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 চিপসেট এবং 200 Pro ফোনে স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট দেওয়া হতে পারে।
  • Honor 200 সিরিজের ফোনে 50-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। এই ফোনে OIS ফিচার সহ 1/1.3-ইঞ্চির অমনিভিজন OV50H ক্যামেরা সেন্সর যোগ করা হতে পারে। এতে 50x ডিজিটাল জুম টেলিফটো ক্যামেরা রয়েছে বলে আশা করা হচ্ছে। সেলফি জন্য Honor 200 ফোনে সিঙ্গেল এবং 200 প্রো ফোনে ডুয়াল ক্যামেরা দেওয়া হতে পারে।
  • Honor 200 সিরিজের ফোনে 100W ফাস্ট চার্জিং এবং 5,200mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here