3,000 টাকা সস্তা হয়ে গেল 6,000mAh Battery এবং 12GB RAM সহ এই 5G Phone, 15 হাজার টাকার রেঞ্জে এসে গেল দাম

দীপাবলি উপলক্ষে সাধারণ মানুষ নতুন নতুন জিনিস কিনে থাকেন। মোবাইল মার্কেটেও আকর্ষণীয় অফার এবং ডিল পাওয়া যায়। একইভাবে এবার Flipkart Big Diwali Sale আয়োজন করা হয়েছে যেখানে অত্যন্ত সস্তায় গ্যাজেট এবং ফোন কম দামে কেনা যাচ্ছে। কিছু দিন আগে লঞ্চ করা MOTO G54 5G ফোনটিও এই সেল উপলক্ষে কম দামে সেল করা হচ্ছে। আরও পড়ুন: মাত্র 19,999 টাকার বিনিময়ে বাড়ি নিয়ে আসুন Apple iPhone 14! দীপাবলি উপলক্ষে পাওয়া যাচ্ছে অসাধারণ ডিল, জেনে নিন ডিটেইলস

MOTO G54 5G অফার

স্টোরেজ মডেল লঞ্চ প্রাইস ডিসকাউন্ট অফার প্রাইস
8GB RAM + 128GB Storage ₹ 15,999 ₹ 2,000 ₹ 13,999
12GB RAM + 256GB Storage ₹ 18,999 ₹ 3,000 ₹ 15,999

 

Flipkart Big Diwali Sale উপলক্ষে MOTO G54 5G ফোনের দামে অসাধারণ অফার ঘোষণা করা হয়েছে। ভারতের বাজারে এই ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনে 8GB RAM + 128GB মেমরি এবং 12GB RAM + 256GB স্টোরেজ যোগ করা হয়েছে। ফ্লিপকার্টে এই ফোনের 8GB RAM ভেরিয়েন্ট 2,000 টাকা এবং 12GB RAM মডেল 3,000 টাকা সস্তায় সেল করা হচ্ছে।

সেলে MOTO G54 5G ফোনের 12GB মডেল মাত্র সেই দামে কেনা যাবে যে দামে 8GB RAM মডেল লঞ্চ করা হয়েছিল। জানিয়ে রাখি ফ্লিপকার্টের এই সেল আগামীকাল 2 নভেম্বর থেকে শুরু হবে এবং চলবে 11 নভেম্বর পর্যন্ত। ফোনের দামে ডিসকাউন্টের পাশাপাশি SBI Card এ 10% ছাড় এবং No Cost EMI এর সুবিধাও পাওয়া যাচ্ছে। আরও পড়ুন: ভারতে আসছে LAVA Blaze 2 5G, সেল শুরুর আগে জেনে নিন বিস্তারিত

MOTO G54 5G ফোনটি ডিসকাউন্টের সঙ্গে কেনার জন্য এখানে ক্লিক করুন

Moto G54 5G এর স্পেসিফিকেশন

  • 6.5″ FHD+ 120Hz Display
  • 12GB + 256GB Storage
  • MediaTek Dimensity 7020
  • 16MP Front Camera
  • 50MP Rear Camera
  • 6,000mAh Battery

স্ক্রিন: Moto G54 5G ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 2400 x 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই ডিসপ্লেটি এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।

প্রসেসর: Moto G54 5G ফোনে 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7020 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এছাড়া হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এই ফোনে এইএমজি ভিএক্সএম-8-256 জিপিইউ রয়েছে।

RAM-স্টোরেজ: ভারতের মার্কেটে এই মোটোরোলা ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনের বেস মডেলে 8GB RAM + 128GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং বড় মডেলে 12GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এছাড়া মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে ফোনের মেমরি 1TB পর্যন্ত বাড়ানো যায়।

অপারেটিং সিস্টেম: এই ফোনে স্টক অ্যান্ড্রয়েড ভার্সন সহ অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এটি ফোনটি একটি অ্যান্ড্রয়েড 14 আপডেট রেডি স্মার্টফোন এবং এটি 3 বছর সিকিউরিটি আপডেট পাবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে ওআইএস ফিচারযুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে এবং 8 মেগাপিক্সেলের ম্যাক্রো+ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য মোটো জি54 5জি ফোনটিতে 6,000 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনে টার্বো চার্জ টেকনোলজিও যোগ করা হয়েছে যার ফলে মাত্র কিছুক্ষণের মধ্যেই এই ফোনটি ফুল চার্জ হয়ে যায়।

অন্যান্য: Moto G54 5G ফোনটি 14 5জি ব্যান্ড সাপোর্ট করে। এই ফোনটিতে IP52 রেটিং দেওয়া হয়েছে। এতে 3.5mm জ্যাক, এফএম রেডিও এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো ফিচার রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here