মাত্র 19,999 টাকার বিনিময়ে বাড়ি নিয়ে আসুন Apple iPhone 14! দীপাবলি উপলক্ষে পাওয়া যাচ্ছে অসাধারণ ডিল, জেনে নিন ডিটেইলস

বহু মানুষ iPhone কিনতে চান তবে অতিরিক্ত দামের কারণে অনেকেই নিজের শখ বলি দিতে বাধ্য হন। কিন্তু বর্তমানে শপিং সাইট ফ্লিপকার্ট কম দামে আইফোন কেনার সুযোগ দিচ্ছে। Flipkart Big Diwali Sale উপলক্ষে মাত্র 19,999 টাকার বিনিময়ে Apple iPhone 14 কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক কোথায় কিভাবে পাবেন। আরও পড়ুন: ভারতে আসছে LAVA Blaze 2 5G, সেল শুরুর আগে জেনে নিন বিস্তারিত

কিভাবে সস্তায় পাবেন iPhone 14?

  • শপিং সাইট ফ্লিপকার্টে Apple iPhone 14 ফোনটি 69,900 টাকা দামে সেল করা হয়। এটি এই ফোনের 128GB স্টোরেজ মডেলের দাম।
  • আগামীকাল অর্থাৎ 2 নভেম্বর থেকে এই সেল শুরু হচ্ছে এবং Flipkart Big Diwali Sale উপলক্ষে এই আইফোন 54,999 টাকা দামে সেল করা হবে।
  • ফ্লিপকার্ট ইউজারদের জন্য কোম্পানি দারুণ স্কিম নিয়ে এসেছে। গ্রাহকদের 54,999 টাকার বদলে শুরুতে মাত্র 19,999 টাকা দিতে হবে। অর্থাৎ ডাউন পেমেন্ট করতে হবে 19,999 টাকা।
  • 19,999 টাকা দাম দেওয়ার পর বাকি থাকে 35,000 টাকা। এই দাম no-cost EMI এর মাধ্যমে ধীরে ধীরে মেটানো যাবে।

iPhone 14 এ ডিসকাউন্ট

  • এছাড়াও SBI এবং Flipkart Axis bank কার্ড ইউজারদের কোম্পানি 4,000 টাকা এক্সট্রা ডিসকাউন্ট দিচ্ছে।
  • এই ডিসকাউন্ট দিয়ে ফোনটির দাম পড়বে মাত্র 50,999 টাকা।
  • ফ্লিপকার্টের পক্ষ থেকে iPhone এ এক্সচেঞ্জ বোনাসও দেওয়া হচ্ছে। এক্ষেত্রে পুরনো ফোনের দামের হিসাবে অতিরিক্ত ছাড় পাওয়া যাবে।

iPhone 14 এর স্পেসিফিকেশন

  • আইফোন 14 ফোনে 6.1 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে।
  • এই ফোনটি A15 বায়োনিক চিপসেটে কাজ করে।
  • এতে 12 মেগাপিক্সেল + 12 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।
  • একইভাবে এই ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
  • এই ফোনের ক্যামেরা HDR ভিডিও সহ 4K রেকর্ডিং এবং ডলবি ভিশন সাপোর্ট করে।

iPhone 14 কিনবেন কি না?

iPhone 15 series ইতিমধ্যে লঞ্চ হয়ে গেছে এবং আইফোন 14 বর্তমানে এক বছরের পুরনো মডেল। তবে পুরনো হয়েও এই ফোনটি যথেষ্ট ফাস্ট এবং ভরসাযোগ্য। এই সুন্দর ফোনটি যদি 50 হাজার টাকার চেয়ে কম দামে পাওয়া যায় এবং মাত্র 19,999 টাকা ডাউন পেমেন্ট করে কেনা যায় তবে এটি নিঃসন্দেহে বেস্ট ডিল। তবে অবশ্যই উল্লেখ্য iPhone 15 ফোনে 48MP Camera, Dynamic Island ডিসপ্লে, USB-C port এর মতো বেশ কিছু দুর্দান্ত স্পেসিফিকেশন রয়েছে, যা একে আইফোন 14 এর থেকে অ্যাডভান্স করে তোলে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হতে পারে Redmi Note 13 Pro, প্রকাশ্যে এল গ্লোবাল মডেলের ডিটেইলস

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here