32MP Selfie Camera এবং 100W Fast চার্জিং সহ চীনে লঞ্চ হল Honor 100 5G, জেনে নিন ফিচার

চীনে অনার 100 সিরিজ পেশ করে দেওয়া হয়েছে। এই সিরিজের অধীনে Honor 100 এবং Honor 100 Pro নামের দুটি শক্তিশালী স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই দুটি ফোনই প্রথমে চীনে পেশ করা হয়েছে এবং আগামী দিনে ভারত সহ অন্যান্য মার্কেটেও লঞ্চ করা হবে। সিরিজের প্রো মডেল সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। এই পোস্টে Honor 100 ফোনের ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: লিক হল Redmi K70e এর স্পেসিফিকেশন, থাকতে পারে 16GB RAM + 1TB Storage এবং 90W Charging

Honor 100 5G এর স্পেসিফিকেশন

  • 6.7″ 1.5K Curved OLED Display
  • Qualcomm Snapdragon 7 Gen 3
  • 16GB RAM + 512GB Storage
  • 50MP Rear Camera
  • 32MP Selfie Camera
  • 100W Fast Charging

ডিসপ্লে: Honor 100 5G ফোনে 2664 × 1200 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির 1.5কে কার্ভড ওএলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশরেট, 3840 হার্টস পিডব্লিউএম ডিমিং এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।

প্রসেসর: Honor 100 ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ম্যাজিক ওএস 7.2 এর সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.63 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 720 জিপিইউ দেওয়া হয়েছে।

স্টোরেজ: এই ফোনটি চীনে দুটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এতে এই ফোনে 12GB RAM ও 16GB RAM এর সঙ্গে 256GB ও 512GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে এফ/1.95 অ্যাপার্চারযুক্ত 50MP Sony IMX906 প্রাইমারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.1 অ্যাপার্চারযুক্ত 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Honor 100 5G ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here