4 জিবি র‍্যাম ও সুপার এমোলেড বেজল লেস ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল স‍্যামসাং গ‍্যালাক্সি অন6

স‍্যামসাং ইন্ডিয়া গত সপ্তাহে ঘোষণা করেছিল কোম্পানি ভারতে গ‍্যালাক্সি অন সিরিজের স্মার্টফোন সংখ্যা বাড়িয়ে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানি গতকাল দেশে তাদের নতুন স্মার্টফোন গ‍্যালাক্সি অন6 লঞ্চ করেছে। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে 14,490 টাকা। শপিং সাইট ফ্লিপকার্টে ফোনটির এক্সক্লুসিভ সেল চলবে এবং স‍্যামসাং শপেও ফোনটি পাওয়া যাবে।

স‍্যামসাং ইন্ডিয়া ফোনটিকে 18.5:9 আসপেক্ট রেশিওযুক্ত ডিসপ্লের সঙ্গে পেশ করেছে। এই ফোনে 5.6 ইঞ্চির এইচডি+ সুপার এমোলেড ইনফিনিটি ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্টেড। স‍্যামসাং গ‍্যালাক্সি অন6 ফোনটি অ্যান্ড্রয়েড অরিও আধারিত 1.6 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসরের সঙ্গে এক্সনোস 7870 চিপসেটে রান করে। গ্ৰাফিক্সের জন্য এতে মালী টি830 জিপিইউ আছে।

স‍্যামসাং তাদের এই ফোনে 4 জিবি র‍্যাম যোগ করেছে। এই ফোনে 64 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া আছে যা মাইক্রোএসডি কার্ড দিয়ে 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোটোগ্রাফির জন্য ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশসহ 13 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা আছে।এবং সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে, এটিও এল‌ইডি ফ্ল‍্যাশযুক্ত।

স‍্যামসাং গ‍্যালাক্সি অন6 একটি 4জি ভোলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন যাতে চ‍্যাট ওভার ভিডিও ফিচার সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটির সঙ্গে এতে সিকিউরিটির জন্য ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক ফিচার আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে। আগামী 5ই জুলাই থেকে ফোনটি ব্ল‍্যাক ও ব্লু কালার ভেরিয়েন্টে 14,490 টাকার বিনিময়ে ফ্লিপকার্ট ও স‍্যামসাং শপ থেকে কেনা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here