32MP Selfie Camera সহ নতুন ফোন আনতে চলেছে Tecno, আগামী মাসে হবে ভারতে লঞ্চ

টেক ব্র্যান্ড টেকনো ভারতে তাদের নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্ততি নিচ্ছে। নতুন লিক থেকে জানা গেছে কোম্পানি তাদের স্পার্ক সিরিজে Tecno Spark 20 4G নামের নতুন ফোন পেশ করবে। ব্র্যান্ডের পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণার আগেই এই ফোনের ইমেজ এবং স্পেসিফিকেশন ইন্টারনেটে লিক হয়ে গেছে। নিচে এই বিষয়ে বিস্তারিত জানানো হল।

Tecno Spark 20 4G এর স্পেসিফিকেশন (লিক)

  • 4GB Virtual RAM
  • MediaTek Helio G85
  • 4GB RAM + 256GB Storage
  • 50MP Rear Camera
  • 32MP Selfie Camera
  • 18W 5,000mAh Battery

প্রসেসর: লিক অনুযায়ী এই ফোনে মিডিয়াটেক হেলিও জি85 অক্টাকোর প্রসেসর যোগ করা হতে পারে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

RAM: Tecno Spark 20 4G ফোনে 4GB RAM দেওয়াআ হতে পারে। লিক থেকে জানা গেছে ফোনটিতে 4GB Virtual RAM ফিচারও থাকবে, যার ফলে এতে মোট 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।

স্টোরেজ: লিক অনুযায়ী বাজারে এই ফোনটি দুটি স্টোরেজ অপশনে সেল করা হবে। এতে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ এবং মাইক্রোএসডি কার্ড সাপোর্ট পাওয়া যেতে পারে।

ফ্রন্ট ক্যামেরা: Tecno Spark 20 4G ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।

রেয়ার ক্যামেরা: এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে 0.8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর যোগ করা হতে পারে।

ব্যাটারি: লিক রিপোর্ট থেকে জানা গেছে পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Spark 20 4G ফোনে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হবে।

Tecno Spark 20 4G এর লঞ্চ টাইমলাইন

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Tecno Spark 20 4G এর ভারতে লঞ্চ সম্পর্কে কোনো অফিসিয়াল তথ্য জানানো হয়নি। তবে লিকে বলা হয়েছে আগামী মাসে অর্থাৎ ডিসেম্বর, 2023 এ ফোনটি ভারতে পেশ করা হবে। ক্রিসমাসের আগেই Tecno Spark 20 4G সেল শুরু করে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। লিক অনুযায়ী এই ফোনটি black, sky blue এবং white কালার অপশনে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here