যেসব ইউজাররা 43 ইঞ্চির Smart TV কেনার কথা ভাবছেন, সেইসব ইউজারদের জন্য Thomson তাদের স্মার্ট টিভি 15 হাজার টাকার কম দামে সেল করছে। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে মাত্র 14,499 টাকা দামে এই স্মার্ট টিভি সেল করা হচ্ছে। এই 43 ইঞ্চির স্মার্ট টিভিটি অতিরিক্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ 12,666 টাকা দামে কেনা যাবে।
আরও পড়ুন: রিলায়েন্স জিওফাইবার, এয়ারফাইবার প্ল্যানে বিনামূল্যে দুই বছরের YouTube Premium, জেনে নিন বিস্তারিত
কম দামে 43 ইঞ্চির Smart TV
- শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে Thomson এর 43 ইঞ্চির স্মার্ট টিভি মাত্র 14,499 টাকা দামে সেল করা হচ্ছে।
- বর্তমানে টিভিটি এই দামে সেল করা হচ্ছে। এই দামে টিভিটি কেনার জন্য কোনো ধরনের ব্যাঙ্ক ক্রেডিট কার্ড বা অতিরিক্ত কুপনের প্রয়োজন হবে না।
- ইউজাররা HDFC Credit Card এর মাধ্যমে 1,750 টাকার ডিসকাউন্ট সহ স্মার্ট টিভিটি 12,817 টাকা দামে কিনতে পারবেন।
- অন্যদিকে এইচডিএফসি কার্ডের মাধ্যমে ইএমআই করলে 1,902 ছাড় সহ মাত্র 12,666 টাকা দামে টিভিটি কেনা যাবে।
- এছাড়াও ফ্লিপকার্টের পক্ষ থেকে অন্যান্য ব্যাঙ্ক ডেভিট/ক্রেডিট কার্ড বা UPI এর মাধ্যমে পেমেন্ট করলে এই স্মার্ট টিভিতে 500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ডিসকাউন্টের পর টিভির দাম 14,067 টাকা হবে।
নোট: যদি ইউজারদের উপরোক্ত দামের গণনায় কোনোরকম ভুল মনে হয়, তবে জানিয়ে রাখি শপিং সাইটের পক্ষ থেকে সমস্ত অফার এবং ডিসকাউন্টের পরেও 19 টাকার প্রোটেক্ট প্রমিস ফি নেওয়া হচ্ছে। এই স্মার্ট টিভির অফারটি সীমিতসময়ের জন্য জারি করা হয়েছে এবং কিছু দিনের মধ্যেই বন্ধ করে দেওয়া হবে। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে টিভিটি কেনার জন্য এখানে ক্লিক করুন।
স্মার্ট টিভির ফিচার
ডিসপ্লে: Bezel-less ডিজাইন সহ তৈরি এই স্মার্ট টিভিতে 1920 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 43 ইঞ্চির Full HD ডিসপ্লে দেওয়া হয়েছে। LED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 60Hz রিফ্রেশ রেট এবং 400nits ব্রাইটনেস সাপোর্ট করে।
অপারেটিং সিস্টেম: এই কম দামে 43 ইঞ্চির Smart TV টি Linux অপারেটিং সিস্টেম সহ কাজ করে।
প্রসেসর: এই স্মার্ট টিভিতে কোয়াড কোর প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে টিভিতে 512MB Ram এবং 4GB স্টোরেজ পাওয়া যায়। গ্রাফিক্সের জন্য টিভিতে Mali G31 GPU যোগ করা হয়েছে।
মিউজিক: টিভিতে মিউজিক উপভোগ করার জন্য 40W স্পিকার দেওয়া হয়েছে। এই টিভিতে কন্টেন্টের প্রয়োজনে বদলানোর জন্য বিভিন্ন সাউন্ড মোড রয়েছে।
ওটিটি: এই ফুলএইচডি 43 ইঞ্চির টিভিতে বিভিন্ন ইনবিল্ড অটিটি অ্যাপ রয়েছে। এতে Zee5, Prime Video, Sonyliv সহ YouTube এর মতো অ্যাপগুলি যোগ করা হয়েছে।
পোর্ট: টিভিতে পেন ড্রাইভ এবং অন্যান্য এক্সটার্নাল ডিভাইস কানেক্ট করার জন্য 3 HDMI, 2 USB এবং RF ও AV পোর্ট রয়েছে।