রিলায়েন্স জিওফাইবার, এয়ারফাইবার প্ল্যানে বিনামূল্যে দুই বছরের YouTube Premium, জেনে নিন বিস্তারিত

Reliance Jio তাদের ইউজারদের জন্য JioFiber এবং AirFiber প্ল্যানে দুর্দান্ত অফার জারি করেছে। জনপ্রিয় প্রাইভেট টেলিকম কোম্পানি তাদের পোস্টপেইড সাবস্ক্রাইবারদের জন্য বিনামূল্যে 2 বছরের YouTube Premium সাবস্ক্রিপশন অফার পেশ করেছে। সেইসব গ্রাহকদের জন্য এই অফারটি প্রযোজ্য যারা এখনও পর্যন্ত পাঁচটি প্ল্যান ব্যাবহার করেছেন।

আরও পড়ুন: সস্তা রিচার্জ প্ল্যানে বড় পরিবর্তন করল Jio, জেনে নিন ডিটেইলস

যারা দীর্ঘ সময় পর্যন্ত YouTube ব্যাবহার করেন তাঁরা জানেন প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়া বারবার বিজ্ঞাপন ঠিক কতটা বিরক্তিকর। জিওর এই দুর্দান্ত অফার সহ কোনোরকম অতিরিক্ত খরচ ছাড়াই YouTube Premium উপভোগ করা যাবে।

রিলায়েন্স জিওফাইবার, এয়ারফাইবার প্ল্যানে পাওয়া যাবে ইউটিউব প্রিমিয়াম

  • রিলায়েন্স জিওর গ্রাহকরা কোনোরকম অতিরিক্ত খরচ ছাড়াই 24 মাস পর্যন্ত বিনামূল্যে ইউটিউব প্রিমিয়াম উপভোগ করতে পারবেন।
  • এই অফারটি শুধুমাত্র JioFiber এবং Jio AirFiber এর পোস্টপেইড ইউজারদের জন্য প্রযোজ্য।
  • এই অফারটি মাসিক, তিন মাস, 6 মাস এবং বছরের জন্য নির্দিষ্ট পাঁচটি প্ল্যানের জন্য প্রযোজ্য।

 

নিচে দেওয়া টেবিলে ভ্যালিড প্ল্যান এবং সেগুলির বেনিফিট সম্পর্কে জানানো হল:

প্ল্যান দাম (মাসিক) স্পীড
JioFiber/Jio AirFiber 888 টাকা
30Mbps
JioFiber/Jio AirFiber 1,199 টাকা 100Mbps
JioFiber/Jio AirFiber 1,499 টাকা 300Mbps
JioFiber/Jio AirFiber 2,499 টাকা 500Mbps
JioFiber/Jio AirFiber 3,999 টাকা 1Gbps

 

  • উপরোক্ত সমস্ত JioFiber এবং AirFiber এর মতো পাঁচটি প্ল্যানে আনলিমিটেড ডেটা এবং বিনামূল্যে ভয়েস কলের মতো বেনিফিট পাওয়া যাবে।
  • এই প্ল্যানগুলিতে নেটফ্লিক্স বেসিক, আমাজন প্রাইম লাইট, ডিজনি + হটস্টার, সোনি লিভ, জি5 এবং অন্যান্য সাবস্ক্রিপশন উপভোগ করা যাবে।
  • এই প্ল্যানে উপরোক্ত সমস্ত সাবস্ক্রিপশন সহ অতিরিক্ত YouTube প্রিমিয়াম সাবস্ক্রিপশন সুবিধা পাওয়া যাবে।

জানিয়ে রাখি JioFiber ও AirFiber হল রিলায়েন্স জিওর ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস। এর মধ্যে প্রথমটি একটি ফিক্সড লাইন ব্রডব্যান্ড সার্ভিস এবং এতে ওয়্যার্ড সেটআপ ও বিভিন্ন স্ট্রাকচার প্রয়োজন হয়। অন্যদিকে AirFiber হল ওয়্যারলেস পরিষেবা, এর মাধ্যমে কোনো ওয়্যার্ড সেটআপ ও বিভিন্ন স্ট্রাকচারের দরকার নেই। একই সঙ্গে নিশ্চিন্তে 5G পরিষেবা উপভোগ করা যায়। এটি একটি প্লাগ অ্যান্ড প্লে পোর্টেবল ডিভাইস এবং যেখানে ফাইবার টেকনোলজি ব্যাবহার করা সম্ভব নয় সেখানে এটি সেরা অপশন। জানিয়ে রাখি রিলায়েন্স জিওর JioFiber এবং AirFiber একটি ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস।

YouTube প্রিমিয়াম প্ল্যানের ডিটেইলস

গত বছর আগস্ট মাসে YouTube তাদের প্রিমিয়াম প্ল্যানের দামে 58 শতাংশ বৃদ্ধি করেছিল। এর পর পার্সোনাল এবং ছাত্রদের জন্য মাসিক প্ল্যানের দাম 149 টাকা এবং 89 টাকা হয়েছে। ফ্যামিলি প্ল্যানের দাম 299 টাকা রাখা হয়েছে। কোনো ধরনের বাধা এবং বিজ্ঞাপন ছাড়াই ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন উপভোগ করা যায়। প্রিমিয়াম সাবস্ক্রিপশনের ক্ষেত্রে ইউজাররা কন্টেন্ট ডাউনলোড করতে এবং ডিভাইসে অন্যান্য কাজ করার সময় ব্যাকগ্রাউন্ডে ভিডিও চালাতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here