4GB RAM যুক্ত সস্তা স্মার্টফোন OPPO A15s এর দামে পাওয়া যাচ্ছে 500 টাকার আকর্ষণীয় ডিসকাউন্ট

OPPO কোম্পানি নিজের ইন্ডিয়ান কাস্টমারদের খুশি করার জন্য ওপ্পো মোবাইল ফোনে ডিসকাউন্ট দিতে শুরু করেছে। কোম্পানি এই বছরের শেষ অধ‍্যায়ে এসে নিজের লো বাজেট স্মার্টফোন OPPO A15s স্মার্টফোনে‌র দামে সরাসরি 500 টাকার ছাড় দেওয়ার ঘোষণা করেছে। এই 500 টাকার ডিসকাউন্ট কোম্পানি সীমিত সময়ের জন্য পেশ করেছে, যা 202১ এর শেষ দিন অর্থাৎ 31 ডিসেম্বর পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে যে বারা যারা ওপ্পো এ15এস স্মার্টফোনটি কিনবে তারা ডায়রেক্ট 500 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবে।

আরও পড়ুন: Jio ইউজারদের জন্য সুখবর, এখন Whatsapp এর মাধ্যমে করা যাবে রিচার্জ এবং পাওয়া যাবে এইসব সুবিধা

OPPO A15s 4GB RAM + 64GB Storage ভেরিয়েন্টের স্মার্টফোনে কোম্পানির পক্ষ থেকে এই অফারটি পেশ করা হয়েছে। এই স্মার্টফোনটি এখনো পর্যন্ত 12,990 টাকা দামে দেশে উপলব্ধ ছিল। কিন্তু এখন অফারের পরে এই ওপ্পো এ15এস স্মার্টফোনটি‌কে 500 টাকা ছাড় সহ শুধুমাত্র 12,490 টাকায় কেনা যাবে। এই অফারটি শুরু হয়ে গেছে এবং আগামী 31 ডিসেম্বর পর্যন্ত চলবে। এই স্মার্টফোনটি Dynamic Black, Rainbow Silver এবং Fancy White কালারে উপলব্ধ।

OPPO A15s এর স্পেসিফিকেশন্স

ওপ্পো এ15এস স্মার্টফোনটি 1600 × 720 পিক্সেল রেজল্যুশনের 6.52 ইঞ্চির এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে সাপোর্ট করে, যা এলসিডি প‍্যানেলে তৈরি। এই ফোনটির স্ক্রিন-টু-বডি রেশিও 88.7 শতাংশ। ওপ্পো এ15এস স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 11 এ লঞ্চ হয়েছে যা 2.4 গীগাহার্টস ক্লক স্পীডের অক্টাকোর প্রসেসর সহ মিডিয়াটেকের হেলিয়ো পি35 চিপসেটে রান করে। আবার গ্রাফিক্সের জন্য এই ফোনে জিই8320 জিপিইউ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Jio নিয়ে আসলো শুধুমাত্র 1 টাকার প্রিপেইড প্ল‍্যান, জেনে নিন এই প্ল‍্যানটির সম্পর্কে সবকিছু

OPPO A15s ফোনটি ফোটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশ সহ 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যার সাথে 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের‌ই ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য ওপ্পো‌র এই মোবাইল ফোনটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে যা এআই টেকনোলজি যুক্ত।

ওপ্পো এ15এস ফোনটি ডুয়াল সিম ফোন যা 4জি এলটিই ভো‌এলটিই সাপোর্ট করে। 3.5 মিমি জ‍্যাক এবং বেসিক কানেক্টিভিটি ফিচার সহ সিকিউরিটি‌র জন্য ফোনটির ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে আবার এর সাথেই এই ফোনটি ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ওপ্পো এ15এস ফোনে 4,230 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া হয়েছে যা 10 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here