Jio নিয়ে আসলো শুধুমাত্র 1 টাকার প্রিপেইড প্ল‍্যান, জেনে নিন এই প্ল‍্যানটির সম্পর্কে সবকিছু

টেলিকম সেক্টারে তুলকালাম করে Reliance Jio গতকাল অর্থাৎ বুধবার এখনো পর্যন্তের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল‍্যান পেশ করেছে। এই নতুন সুপার-অর্থনৈতিক রিচার্জ প্ল‍্যানের সম্পর্কে জানতে পারার সাথে সাথেই 91মোবাইলস আপনাকে এর সম্পর্কে জানিয়েছিল। কিন্তু এই প্রিপেইড প্ল‍্যানের লঞ্চ হ‌ওয়ার 24 ঘন্টার মধ্যেই এই রিচার্জের বেনিফিট কোম্পানি কম করে দিয়েছে। আসলে Jio Re 1 প্রিপেইড রিচার্জে আগে 100MB হাই-স্পীড 4G ডেটা এবং 30 দিনের ভ‍্যালিডিটি পাওয়া যাচ্ছিল। আসুন এই আর্টিকেলে সেই সমস্ত বেনিফিট সম্পর্কে জেনে নিই, যেগুলি এই প্ল‍্যানটির রিভাইজ হ‌ওয়ার পরে পাওয়া যাবে।

আরও পড়ুন: এখন সস্তা ফোনও চলবে আর‌ও দ্রুত, লঞ্চ হল Android 12 (Go Edition)

Jio Re 1 recharge plan

রিভাইজ প্ল‍্যানটির সম্পর্কে বলা হলে এখন এই রিচার্জের বেনিফিট গুলি অনেক কম করে দেওয়া হয়েছে। এখনের বেনিফিট গুলির সম্পর্কে বলা হলে এই 1 টাকার প্রিপেইড প্ল‍্যানে ইউজাররা 1 দিনের ভ‍্যালিডিটি পাবে। এর সাথেই 10MB 4G Data এই প্ল‍্যানে পাওয়া যাবে। এই 10এমবি ডেটা শেষ হ‌ওয়ার পরে গ্রাহকরা সম্পূর্ণ ভ‍্যালিডিটি‌তে (1 দিন) আনলিমিটেড ডেটার ব‍্যবহার করতে পারবে, কিন্তু তখন ডেটার স্পীড 64Kbps হয়ে যাবে।

এখানে আপনাকে বলে দিই যে এই প্ল‍্যানে (Jio Training Plan) কোনো ইনকামিং এবং আউটগোয়িং কলিঙের সুবিধা পাওয়া যাবে না। আসলে এই রিচার্জটিকে আমরা দীর্ঘ দিন ধরে বন্ধ থাকা জিও নাম্বারে করেছি এবং রিচার্জ‌টি করার পরে‌ও ইনকামিং এবং আউটগোয়িং কলিঙের সুবিধা পাওয়া যায়নি। অর্থাৎ যদি আপনার জিও নাম্বারে অন‍্য কোনো এক্টিভ প্ল‍্যান থাকে তাহলেই আপনি জিও টু জিও অথবা অন‍্য নেট‌ওয়ার্কে কল করতে পারবেন এবং ইনকামিং কলের সুবি‌ধা পাবেন।

আরও পড়ুন: ডুয়েল ডিসপ্লে এবং Snapdragon 888 চিপসেটসহ লঞ্চ হল Oppo Find N, জেনে নিন এর দাম এবং ফিচার

গ্রাহকদের 100MB ডেটার ব‍্যবহার করতে হলে এখন তাদের 10 টাকা খরচ করতে হবে। যদি আপনি নিজের ফোন নাম্বারটিকে চালু রাখতে চান তাহলে আপনাকে প্রতি মাসে শুধুমাত্র 1 টাকার বদলে প্রতিদিন 1 টাকা অথবা মাসে 30 টাকা খরচ করতে হবে। এই রিচার্জ‌টি যে এখনো পর্যন্তে সবচেয়ে সস্তা রিচার্জ সেই সম্পর্কে কেও অস্বীকার করতে পারবে না। কিন্তু এই রিচার্জ‌টি অতোটাও ভালো নেই যতটা লঞ্চিঙের সময় ছিল।

রিচার্জ করতে পারবেন মাই জিও অ্যাপের মাধ্যমে

রিলায়েন্স জিওর এই প্ল‍্যানটি এখনো মাই জিও অ্যাপেই আছে। এই প্ল‍্যানটিকে দেখার জন্য আপনার ফোনের জিও অ্যাপটিকে ওপেন করতে হবে। এর পরে রিচার্জ প্ল‍্যান অপশনটি ওপেন করতে হবে। এরপরে উপরের দিকে পপুলার প্ল‍্যান সহ আর‌ও ক‍্যাটাগোরি দেখা যাবে, যার মধ্যে ডানদিকে মোর অপশন দেখা যাবে, সেটিতে ক্লিক করার পরে ভ‍্যালুতে ক্লিক করতে হবে। এরকম করার পরে ভ‍্যালু সেক্শানের রিচার্জ প্ল‍্যান গুলি দেখা যাবে। এরমধ্যে না দেখা গেলে আদার প্ল‍্যান অপশনটি ক্লিক করুন। এরপরে গ্রাহক এই রিচার্জ প্ল‍্যানটি দেখতে পাবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here