1000 টাকা কমে গেল Redmi 13C ফোনের দাম, এখন পাবেন মাত্র 8 হাজার টাকার চেয়েও কম দামে

শাওমি রেডমি গত বছর ভারতীয় বাজারে তাদের লো বাজেট স্মার্টফোন Redmi 13C লঞ্চ করেছিল। এই মোবাইলটি 5জি এবং 4জি দুটি মডেলে পেশ করা হয়েছিল। এর মধ্যে Redmi 13C 4G মডেলের দাম কোম্পানির পক্ষ থেকে কমিয়ে দেওয়া হয়েছে। এই ফোনের 4GB RAM ভেরিয়ান্টের দাম 1,000 টাকা কমিয়ে দেওয়া হয়েছে। Redmi 13C 4G এর দাম এবং ফিচার সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

Redmi 13C এর দাম

রেডমি 13সি ফোনটি ইন্ডিয়ান মার্কেটে তিনটি ভেরিয়েন্টে সেল করা হয়। ফোনটির 4GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টটি 8,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল যা এখন 7,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এছাড়া এই ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টটির দাম 9,999 টাকা এবং 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টটির দাম 11,499 টাকা। এই ফোনটি Stardust Black, Starfrost White এবং Starshine Green কালারে সেল করা হয়।

Redmi 13C এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Redmi 13C 4G ফোনে 6.74 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ওয়াটার ড্রপ নচ স্ক্রিন 90Hz রিফ্রেশরেটে কাজ করে এবং 600 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লে কর্নিং গোরিলা গ্লাস 3 দিয়ে প্রোটেক্টেড।

প্রসেসর: কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.0 গিগাহার্টজ ক্লকস্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি85 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।গ্রাফিক্সের জন্য এই ফোনে মালী-জি52 জিপিইউ রয়েছে।

ওএস: Redmi 13C ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং এমআইইউআই 13 এ কাজ করে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Redmi 13C ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং এআই থার্ড সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here