একটা সময় ছিল যখন স্মার্টফোনে ভালো পারফরমেন্সের জন্য বেশি টাকা খরচ করতে হত। আজকের দিনে দাঁড়িয়ে মিড বাজেটেও এমন অনেক ফোন রয়েছে যেগুলিতে ফাস্ট প্রসেসিং ও ভালো গেমিং এক্সপেরিয়েন্স পাওয়া যায়। এই পোস্টে 15,000 টাকা রেঞ্জের এমন 5টি ফোনের লিস্ট শেয়ার করা হল যেগুলির AnTuTu স্কোর 4 লক্ষেরও বেশি এবং দাম মাত্র 9,999 টাকা থেকে শুরু।
15,000 টাকার মধ্যে সবচেয়ে বেশি AnTuTu score সহ স্মার্টফোন
স্মার্টফোন | আনটুটু স্কোর | ||||
ওভারঅল | সিপিইউ | জিপিইউ | স্টোরেজ | ইউএক্স | |
iQOO Z9x | 5,52,168 | 1,96,565 | 94,574 | 1,25,003 | 1,36,026 |
MOTO G64 | 4,97,235 | 1,61,440 | 78,966 | 1,16,384 | 1,40,445 |
Redmi 13 5G | 4,45,212 | 1,58,094 | 52,031 | 1,13,400 | 1,21,687 |
Realme C65 | 4,33,932 | 1,45,229 | 67715 | 1,06,848 | 1,14,140 |
itel Color Pro 5G | 4,32,270 | 1,44,019 | 66,509 | 1,07,975 | 1,13,767 |
নোট: আমাদের করা টেস্টের ডেটা রিপোর্টের ভিত্তিতে এই লিস্ট তৈরি করা হয়েছে। লিস্টে শুধুমাত্র ভারতের বাজারে সম্প্রতি লঞ্চ করা ফোনগুলিকে স্থান দেওয়া হয়েছে।
iQOO Z9x 5G
আনটুটু স্কোর: 5,52,168
দাম: ₹12,999
iQOO Z9x 5G ফোনটি 5,52,168 স্কোর পেয়ে এই লিস্টে প্রথম স্থান দখল করেছে। এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 6 Gen 1 অক্টাকোর প্রসেসর রয়েছে। এতে 8GB Physical RAM এর সঙ্গে 8GB Extended RAM যোগ করা হয়েছে, যার ফলে এতে 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
iQOO Z9x 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন
দাম: iQOO Z9x 5G ফোনের 4GB RAM মডেলের দাম 12,999 টাকা, 6GB RAM মডেলের দাম 14,499 টাকা এবং 8GB RAM মডেলের দাম 15,999 টাকা রাখা হয়েছে। এই সবকটি ভেরিয়েন্টেই 128GB স্টোরেজ যোগ করা হয়েছে।
ডিসপ্লে: এই ফোনে 6.72 ইঞ্চির FHD+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিনে 120Hz রিফ্রেশরেট এবং 1000nits হাই ব্রাইটনেস রয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে ফোনটির ফ্রন্ট প্যানেলে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি রয়েছে।
Moto G64 5G
আনটুটু স্কোর: 4,97,235
দাম: ₹13,999
Moto G64 5G ফোনটির আনটুটু স্কোর প্রায় 5 লক্ষ। এই ফোনটি 14,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল এবং এখন এর দাম 1 হাজার টাকা কমিয়ে দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এই ফোনটি বিশ্বের প্রথম MediaTek Dimensity 7025 প্রসেসর সহ স্মার্টফোন। এই প্রসেসর 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং এতে 2.5GHz Arm Cortex-A78 এবং 2GHz Arm Cortex-A55 (8-cores) রয়েছে।
Moto G64 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন
দাম: Moto G64 5G ফোনের 8GB RAM + 128GB Storage সহ বেস মডেলের দাম 13,999 টাকা এবং 12GB RAM + 256GB Storage সহ টপ ভেরিয়েন্টের দাম 15,999 টাকা।
ডিসপ্লে: এই ফোনে 6.5 ইঞ্চির FullHD+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। IPS LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশরেটে কাজ করে।
ক্যামেরা: এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল OIS সেন্সর এবং 8 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। Moto G64 5G ফোনের ফ্রন্ট প্যানেলে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: Moto G64 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
Redmi 13 5G
আনটুটু স্কোর: 4,45,212
দাম: ₹13,999
Redmi 13 5G ফোনটি 4,45,212 AnTuTu স্কোর পেয়ে এই বাজেটের বেস্ট ফোনের লিস্টে স্থান করে নিয়েছে। এই ফোনে 4 ন্যানোমিটার প্রসেসে তৈরি এবং 1.95GHz থেকে 2.3GHz পর্যন্ত ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 4 Gen 2 AE অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনটি HyperOS এ কাজ করে।
Redmi 13 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন
দাম: Redmi 13 5G ফোনের 6GB RAM + 128GB Storage মডেলের দাম 13,999 টাকা এবং 8GB RAM + 128GB Storage মডেলের দাম 15,499 টাকা রাখা হয়েছে।
ডিসপ্লে: এই ফোনে 6.79 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানি এই ডিসপ্লের নাম Wet Finger Touch Display রেখেছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট ও গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন রয়েছে।
ক্যামেরা: এই ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 108MP Samsung ISOCELL HM6 প্রাইমারি সেন্সর এবং 2MP macro লেন্স যোগ করা হয়েছে। একইভাবে এতে 13MP Selfie camera দেওয়া হয়েছে।
ব্যাটারি: Redmi 13 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,030mAh ব্যাটারি রয়েছে।
Realme C65 5G
আনটুটু স্কোর: 4,33,932
দাম: ₹10,499
Realme C65 5G ফোনটির দাম 10 হাজার টাকার চেয়েও কম থেকে শুরু এবং এই ফোনের আনটুটু স্কোর 4,33,932। এই ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এতে 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত দুটি Arm Cortex-A76 কোর এবং ছয়টি 2.0GHz গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত Arm Cortex-A55 কোর রয়েছে। এই ফোনে 6GB Virtual RAM দেওয়া হয়েছে, ফলে এতে মোট 12GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
Realme C65 5G ফোনের দাম এবং প্রসেসর
দাম: realme C65 5G ফোনের 4GB+64GB মডেলের দাম 10,499 টাকা, 6GB+128GB মডেলের দাম 11,499 টাকা এবং 8GB+128GB মডেলের দাম 12,499 টাকা।
ডিসপ্লে: এই ফোনে 6.67 ইঞ্চির HD+পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট ও 625nits ব্রাইটনেস সাপোর্ট করে।
ক্যামেরা: এই ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স যোগ করা হয়েছে। একইভাবে ফ্রন্ট প্যানেলে 8MP Selfie camera রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 15W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
itel Color Pro 5G
আনটুটু স্কোর: 4,32,270
দাম: ₹9,999
itel Color Pro 5G ফোনটি ব্র্যান্ডের প্রথম IVCO টেকনোলজি সহ স্মার্টফোন। ফোনটির ব্যাক প্যানেল সূর্যের আলোয় রং পরিবর্তন করে। এই ফোনটির আনটুটু স্কোর 4,32,270। itel Color Pro 5G ফোনে MediaTek Dimensity 6080 প্রসেসর যোগ করা হয়েছে।
itel Color Pro 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন
দাম: 6GB RAM + 128GB স্টোরেজ সহ itel Color Pro 5G ফোনটির দাম 9,999 টাকা
ডিসপ্লে: এই ফোনে 6.6 ইঞ্চির ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। IPS LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেটে কাজ করে।
ক্যামেরা: ফোনটির ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য itel Color Pro 5G ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সহ 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।