ওয়ানপ্লাসের ’13’ সিরিজের অধীনে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চের ঘোষণা করার পর থেকেই, ভারতীয় ইউজাররা আপকামিং OnePlus 13s ফোনের অপেক্ষা করছে। এবার কোম্পানির পক্ষ থেকে ফ্যানদের খুশি করার জন্য OnePlus 13s ফোনের ভারতীয় লঞ্চ ডেট জানানো হয়েছে। OnePlus 13 এবং OnePlus 13R 5G ফোনের পর, আপকামিং ফোনটি সিরিজের তৃতীয় ফোন হতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus 13s ফোনের ডিটেইলস সম্পর্কে।
OnePlus 13s এর ভারতীয় লঞ্চ ডেট
কোম্পানির বক্তব্য অনুযায়ী আগামী মাসে অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহে OnePlus 13s ফোনটি ভারতে লঞ্চ করা হবে। 5 জুন ভারতে OnePlus 13s ফোনটি লঞ্চ হতে চলেছে। ব্র্যান্ডের পক্ষ থেকে এই দিন দুপুর 12টা OnePlus 13s ফোনের দাম এবং সেল ডিটেইলস সহ অফার সম্পর্কে জানানো হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক লিক ও অফিসিয়াল সোর্সের মাধ্যমে পাওয়া আপকামিং ফোনের ডিটেইলস সম্পর্কে।
A new icon debuts. Save the date. #OnePlus13s pic.twitter.com/Hdgx6Afhf4
— OnePlus India (@OnePlus_IN) May 19, 2025
OnePlus 13s এর দাম (লিক)
OnePlus 13s সিরিজের অন্যান্য মডেলগুলির মতো এই ফোনেও হাই এন্ড স্পেসিফিকেশন সহ ফ্ল্যাগশিপ সেগমেন্টে লঞ্চ করা হবে। এই ফোনটি OnePlus 13R এবং OnePlus 13 ফোনের মাঝখানে পেশ করা হবে। এই ফোনের দাম 50 হাজার টাকা থেকে 60 হাজার টাকার মধ্যে রাখা হতে পারে বলে আশা করা হচ্ছে। OnePlus 13s ফোনটির দাম 49,999 টাকা এবং টপ ভেরিয়েন্টের দাম 58,999 টাকা থেকে শুরু হতে পারে। জানিয়ে রাখি OnePlus 13R ফোনটি 42,999 টাকা এবং OnePlus 13 5G ফোনটি 66,999 টাকা দামে সেল করা হয়।
OnePlus 13s এর স্পেসিফিকেশন (লিক)
- 6.32″ 120Hz AMOLED Display
- Qualcomm Snapdragon 8 Elite
- 16GB RAM + 512GB Storage
- 80W Super Flash Charge
- 6,260mAh Battery
- 50MP+50MP Camera
- 16MP Selfie Camera
ডিসপ্লে
OnePlus 13s ফোনটিতে 2640 × 1216 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.32 ইঞ্চির কম্প্যাক্ট FHD+ ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। এই ফ্ল্যাট স্টাইল সহ এমোলেড প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 1-120 হার্টস ডায়নেমিক রিফ্রেশ রেট, 1600 নিটস ব্রাইটনেস এবং 460PPI পিক্সেল ডেনসিটি থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফোনে আন্ডার-স্ক্রিন অপ্টিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।
প্রসেসর
কোম্পানির বক্তব্য অনুযায়ী OnePlus 13s 5G ফোনটি 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হবে। এই চিপসেটে 3.53GHz ক্লক স্পীডযুক্ত হেক্সা-কোর এবং 4.32GHz ক্লক স্পীডযুক্ত ডুয়েল কোর রয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনটিতে Adreno 830 GPU দেওয়া হতে পারে। OnePlus 13s 5G ফোনটি 12GB RAM এবং 16GB RAM সহ পেশ করা হতে পারে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য OnePlus 13s 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ f/1.8 অ্যাপারর্চারের ক্ষমতাসম্পন্ন এবং 24mm ফোকাল লেন্থযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 50 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য OnePlus 13s 5G ফোনটিতে f/2.4 অ্যাপারর্চারের ক্ষমতাসম্পন্ন 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 13s স্মার্টফোনটি ভারতে 6,260mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। এটি একটি সিলিকন-কার্বন ইলেকট্রোড ব্যাটারি হতে পারে। একইসঙ্গে এই বড় ব্যাটারিকে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80W ফ্ল্যাশ চার্জিং ফিচার থাকতে পারে। এখনও পর্যন্ত জানা যায়নি, তবে এই OnePlus ফোনটিতে ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।
ফিচার
কানেক্টিভিটির জন্য OnePlus 13s 5G ফোনে Wi-Fi 7, Bluetooth 5.4 এবং NFC এর মতো অপশন থাকতে পারে। একইসঙ্গে Infrared ফিচার দেওয়া হতে পারে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP67 বা IP68 সার্টিফিকেশন থাকতে পারে।
এই ফোনে সুপার লিনিয়ার ডুয়েল স্টেরিও স্পিকার থাকতে পারে এবং এতে ডলবি অ্যাটমস সাপোর্ট করবে, ফলে দুর্দান্ত কোয়ালিটি মিউজিক উপভোগ করা যাবে। ফোনটিতে 3 মাইক্রোফোনের সেটআপ থাকতে পারে। একইভাবে ন্যাভিগেশন সাপোর্টের জন্য ফোনটিতে Beidou, GPS, GLONASS, Galileo এবং QZSS এর মতো মাল্টি-ব্যান্ড GNSS সিস্টেম ইন্টিগ্রেট করা হতে পারে।