iPhone Air এবং Samsung Galaxy S25 Edge স্মার্টফোনগুলিকে টক্কর দিতে বাজারে আসছে সবচেয়ে পাতলা Motorola স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

আজকের দিনে দাঁড়িয়ে টেক জগতে কম্প্যাক্ট এবং স্লিম স্মার্টফোনের ট্রেন্ড চলছে। সমস্ত মোবাইল ব্র্যান্ড পাতলা স্মার্টফোন লঞ্চের প্রতিযোগিতায় মেতে উঠেছে। এই প্রতিযোগিতায় আগেই Samsung এবং Apple তাদের সবচেয়ে পাতলা Galaxy S25 Edge এবং iPhone Air স্মার্টফোনগুলি লঞ্চ করেছে। এবার এই লিস্টে Motorola এর নামও যোগ হতে চলেছে। মোটোরোলার পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 5 নভেম্বর আপকামিং অত্যন্ত পাতলা Edge 70 স্মার্টফোনটি গ্লোবাল বাজারে পেশ করা হবে।

মোটোরোলার পোল্যান্ডের ওয়েবসাইটে Edge 70 স্মার্টফোনের প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে। কোম্পানি এই মাইক্রো সাইটের মাধ্যমে জানিয়েছে 5 নভেম্বর Motorola Edge 70 স্মার্টফোনটি লঞ্চ করা হবে। এই ওয়েবপেজটি ‘আনলক দ্যা ফিউচার’ ইউআরএল দিয়ে চালু করা হয়েছে, এখানে কোম্পানি তাদের ‘The Future has an Edge’ ট্যাগলাইন সহ পেশ করেছে। কোম্পানি তাদের আসন্ন স্মার্টফোনের সাইড লুকের পাশাপাশি ব্যাটারি সম্পর্কেও জানিয়ে দিয়েছে।

5 নভেম্বর পোল্যান্ডের গ্লোবাল বাজারে Motorola Edge 70 স্মার্টফোনটি লঞ্চ করা হবে। একইসঙ্গে এই দিনই স্মার্টফোনটি ভারতের বাজারেও পেশ করা হতে পারে। এই মাসে অর্থাৎ অক্টোবর মাসে চীনের বাজারে কোম্পানি Moto X70 Air নামে তাদের একটি স্মার্টফোন লঞ্চ করতে পারে বলে খবর প্রকাশ্যে এসেছে। Moto X70 Air স্মার্টফোনটি ভারতের বাজারে Motorola Edge 70 নামে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।

Motorola Edge 70 স্মার্টফোনটি মোটোরোলার সবচেয়ে পাতলা স্মার্টফোন হতে পারে। জানিয়ে রাখি নতুন iPhone Air স্মার্টফোনের থিকনেস 5.64mm এবং Galaxy S25 Edge স্মার্টফোনের থিকনেস 5.8mm। তাই মোটোরোলার নতুন স্মার্টফোনের এর কাছাকাছি বা কম হবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি বেশ কিছু দিন আগে লঞ্চ হওয়া TECNO Spark Slim স্মার্টফোনের থিকনেস 5.75mm ছিল। অর্থাৎ স্লিমের দিক দিয়ে এই স্মার্টফোনটিও Motorola Edge 70 স্মার্টফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

সাধারণত অত্যন্ত পাতলা স্মার্টফোনের ক্ষেত্রে ছোট ব্যাটারি দেওয়া হয়ে থাকে। তাই Motorola Edge 70 স্মার্টফোনের ক্ষেত্রেও এরকমটাই হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটিতে 4800mAh ব্যাটারি দেওয়া হবে বলে জানানো হয়েছে। এতে হালকা silicon-carbon ব্যাটারি থাকবে। মোটোরোলার বক্তব্য অনুযায়ী লিমিটেড ব্যাবহারে এই ব্যাটারি 50 ঘন্টার ব্যাকআপ দিতে সক্ষম।

জানিয়ে রাখি iPhone Air স্মার্টফোনে 3,149mAh ব্যাটারি এবং Galaxy S25 Edge স্মার্টফোনে 3,900mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অর্থাৎ Motorola Edge 70 স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটি অ্যাপেল এবং স্যামসাঙের স্মার্টফোনের তুলনায় বেশি হবে। অন্যদিকে মোটোরোলার আপকামিং স্মার্টফোনের চার্জিঙের জন্য 68W TurboPower টেকনোলোজি দেওয়া হবে। এই ডিটেইলস ছাড়াও স্পষ্ট বোঝা যাচ্ছে Motorola Edge 70 5G স্মার্টফোনে স্কয়ার শেপের ট্রিপল ক্যামেরা থাকবে।

কোম্পানির পক্ষ থেকে জারি হওয়া আসন্ন স্মার্টফোনের ইমেজে এটি Green কালারের শেডে দেখা গেছে। এই স্মার্টফোনের নিচের দিকের প্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট সহ স্পিকার যোগ করা হয়েছে। অন্যদিকে বাঁদিকের ফ্রেমে ভলিউম রকার এবং পাওয়ার বাটন রয়েছে। এই স্মার্টফোনটির সাইডের ফ্রেমে অ্যান্টিনা ব্যান্ড দেখানো হয়েছে। কোম্পানি 5 নভেম্বর বুধবার আপকামিং স্মার্টফোনটি লঞ্চের মাধ্যমে ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here