2025 সালের 7 জানুয়ারি OnePlus 13 এবং OnePlus 13R স্মার্টফোন লঞ্চ করা হবে। ওয়ানপ্লাস 13 ফোনটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে পেশ করা হবে এবং দাম 60 হাজার টাকার রেঞ্জে থাকবে। অন্যদিকে OnePlus 13R ফোনটি মিড বাজেট রেঞ্জ একটি ‘ফ্ল্যাগশিপ কিলার’ অর্থাৎ দুর্দান্ত অ্যাফোর্ডেবল ফোন হতে চলেছে। নিচে OnePlus 13R ফোনের 5টি ফিচার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
OnePlus 13R ফোনের 5টি বিশেষত্ব
প্রসেসর
OnePlus 13R ফোনটি 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Qualcomm Snapdragon 8 Gen 3 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হবে। এই প্রসেসর 3.3GHz ক্লক স্পীডযুক্ত Cortex-X4 কোর রয়েছে, এতে তিনটি 3.15GHz Cortex-A720 কোর, দুটি 2.96GHz Cortex-A720 কোর এবং দুটি 2.27GHz Cortex-A520 কোর থাকবে।
জানিয়ে রাখি OnePlus 12R ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। আপকামিং ফোনে এর অ্যাডভান্স এবং আপগ্রেড প্রসেসর দেওয়া হচ্ছে। এই একই Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর OnePlus 13R ফোনের আগে শক্তিশালী ফ্ল্যাগশিপ iQOO 12 Pro, Vivo X Fold3 Pro, Honor 300 Pro এবং ROG Phone 8 Pro ফোনগুলিতে দেওয়া হয়েছে।
ফটোগ্রাফি
আপকামিং ওয়ানপ্লাস স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এখনও পর্যন্ত কনফার্ম জানা যায়নি, তবে ফোনের ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপারচারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর সহ এফ/2.0 অ্যাপারচারযুক্ত 50MP সেকেন্ডারি সেন্সর এবং একটি এফ/2.2 অ্যাপারচারযুক্ত 8MP থার্ড লেন্স দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। এই ক্যামেরা সেটআপে Sony IMX906 বা Sony LYT সেন্সর থাকতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য OnePlus 13R ফোনে এফ/2.4 অ্যাপারচারযুক্ত 16MP সেলফি ক্যামেরা যোগ করা হতে পারে।
পাওয়ার ব্যাকআপ
ওয়ানপ্লাসের বক্তব্য অনুযায়ী OnePlus 13R ফোনটি 6,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হবে। ভারতে এখনও পর্যন্ত ওয়ানপ্লাসের কোনো স্মার্টফোন এতোবড় ব্যাটারি সহ পেশ করা হয়নি। এর আগের OnePlus 12R মডেল 5,500mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল।
কোম্পানির পক্ষ থেকে ব্যাটারি জানানো হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ফোনের চার্জিং ক্যাপাসিটি সম্পর্কে তথ্য জানানো হয়নি। OnePlus 13R ফোনটিতে SuperVOOC চার্জিং ফিচার সাপোর্ট করবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 80W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।
ডিসপ্লে
OnePlus 13R ফোনটি BOE OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনটিতে প্রায় 6.78-ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 1.5K রেজোলিউশন এবং LTPO ফিচার যোগ করা হবে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 4500nits ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। অন্যদিকে সিকিউরিটি এবং ফোনে অনলকিঙের জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ফোনটিতে গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন দেওয়া হতে পারে।
ডিজাইন
ওয়ানপ্লাস 13আর ফোনটি মেটাল সহ প্রিমিয়াম লুকে পেশ করা হতে পারে। ফোনের ব্যাক প্যানেলে সারকিল শেপের ক্যামেরা সেটআপ থাকবে, এতে তিনটি লেন্স এবং একটি ফ্ল্যাশ দেওয়া হবে। রেয়ার প্যানেল সমান এবং মাঝখানে OnePlus ব্র্যান্ডিং যোগ করা হবে।
ওয়ানপ্লাস 13আর ফোনটির বাঁদিকের ফ্রেমে সুইচ Action Button দেওয়া হবে। ডানদিকে ভলিউম রকার এবং পাওয়ার বাটন রয়েছে। ফোনের নীচেরদিকের ফ্রেমে স্পিকার, ইউএসবি পোর্ট এবং সিম স্লট ও উপরের ফ্রেমে 3.5এমএম হেডফোন জ্যাক যোগ করা হয়েছে।