এই পাঁচটি পদ্ধতি অবলম্বন করে আটকাতে পারবেন আপনার ফোনের ওপর চলমান নজরদারি

কিছু দিন আগে খবর পাওয়া গেছে 1,000টির‌ও বেশি এমন অ্যাপ আছে যেগুলি আপনার ফোনে নজরদারি চালাচ্ছে। আপনি নিজে যদি এদের পারমিশন নাও দিয়ে থাকেন তাও এরা আপনার ফোন থেকে ডেটা চুরি করতে সক্ষম। এমন প্রথমবার হয়নি। এর আগেও বহুবার আইফোন ও অ্যান্ড্রয়েড উভয় ক্ষেত্রে বিভিন্ন অ্যাপের ওপর নজ‍রদারির অভিযোগ আনা হয়। ওএসে নিয়মিত সিকিউরিটি আপডেট দেওয়া হলেও কিছু খামতির সুবিধা নিয়ে এইসব চোর অ্যাপ্লিকেশন আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে থাকে। তাই আগে থেকে আপনার ডেটার সুরক্ষা নিয়ে সজাগ থাকাটা অত্যন্ত জরুরী। কিছু এমন পদ্ধতি আছে যার সাহায্যে আপনি আপনার ফোনে চলতে থাকা নজরদারি অনেকাংশে কমাতে পারবেন। আজ আমরা নজরদারি আটকানোর এমনই পাঁচটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করব।

1 পগুলিকে ততটাই পারমিশন দিন যতটা প্রয়োজন

যখনই আপনি কোন অ্যাপ ইন্সটল করেন তখন সেই অ্যাপটি আপনার ফোনের বিভিন্ন অ্যাকসেসের পারমিশন চায়। আপনার ফোনের কনটেন্ট দেখা থেকে শুরু করে মাইক্রোফোন ও ক্যামেরার ব্যবহার পর্যন্ত এই সব পারমিশনের অন্তর্গত‌। আপনি কোন ভাবনা চিন্তা ছাড়াই এই সমস্ত অ্যাপ এর পারমিশন অ্যালাউ করে দেন এবং পরে এসব অ্যাপগুলি আপনার ফোনের বিভিন্ন তথ্য চুরি করতে থাকে। তাই যখনই আপনি কোন অ্যাপ ইনস্টল করবেন সেই অ্যাপ এর কার্যকারিতা বুঝুন এবং ততটাই অ্যাক্সেস পারমিশন দিই যতটা প্রয়োজন। যেমন ধরুন কোন পেমেন্ট অ্যাপ এর ক্ষেত্রে আপনি কন্ট‍্যাক্ট, মেসেজ ও ক্যামেরার এক্সেস দিতে পারেন, কিন্তু লোকেশন এর সঙ্গে এইসব অ্যাপ এর কার্যকারিতার কোন সম্পর্ক নেই। যদি এই অ্যাপ মাইক্রোফোনেরও অ্যাক্সেস চায় তো সেটিও নিতান্ত অপ্রয়োজনীয়। তাই সব সময় চেষ্টা করবেন কার্যকারিতার ভিত্তিতে প্রতিটি অ্যাপকে পারমিশন দেওয়ার।

2. রিভিউ করুন অ্যাপ পারমিশন

সময় করে আপনার ফোনে আগে থেকে ইনস্টল করা সমস্ত অ্যাপের পারমিশনগুলি একবার রিভিউ করুন। রিভিউ করার সময় অযাচিত পারমিশনগুলি বন্ধ করে দিন। এর জন্য:
1. আপনার ফোনের সেটিংসে যান।
2. এখানে অ্যাপ্লিকেশন অপশন খুঁজে বের করুন এবং এতে ক্লিক করুন।
3. এর ফলে আপনার ফোনে ইনস্টল থাকা সমস্ত অ্যাপ ওপেন হয়ে যাবে।
4. এখানে যে কোনো অ্যাপে ক্লিক করলে আপনি অনেকগুলি করে অপশন পাবেন। একটু স্ক্রল করলে দেখতে পাবেন “অ্যাপ পারমিশন” বলে একটি অপশন আছে। এখানে আপনি সমস্ত অ্যাপ পারমিশন বন্ধ বা চালু করতে পারবেন।
5. কিছু ফোনে আবার আলাদা করে অ্যাপ পারমিশনের অপশন দেওয়া থাকে। এই অপশনে আপনি সব অপশন দেখতে পাবেন এবং এতে ক্লিক করে আপনি দেখতে পারবেন কোন অ্যাপকে কি পারমিশন দেওয়া আছে। এখান থেকেও অ্যাপের পারমিশন অন অফ করতে পারবেন।

3. লোকেশন শেয়ার বন্ধ করে রাখুন

আমরা প্রায়শই ফোনের লোকেশন অন করি কিন্তু বন্ধ করতে ভুলে যাই। এর ফলেও চলে আপনার ফোনের ওপর নজরদারি। কিছু অ্যাপ এই সুযোগে আপনি কোথায় আছেন, কোথায় যাচ্ছেন, কতক্ষণ সময় কাটাচ্ছেন এই ধরনের তথ্য চুরি করতে থাকে। তাই ফোনের লোকেশন বন্ধ করে রাখুন এবং যখন নিতান্তই প্রয়োজন শুধুমাত্র তখনই অন করুন। আরও ভালো হয় যদি আপনি আপনার লোকেশন হিস্ট্রি ডিলিট করে দেন। কুইক সেটিংস বা নোটিফিকেশন প‍্যানেল থেকে আপনি লোকেশন বন্ধ করতে পারবেন। কিন্তু লোকেশন হিস্ট্রি ডিলিট করার জন্য:
1. ফোন সেটিংস খুলে লোকেশনে যান।
2. কিছু ফোনে এই অপশন “সিকিউরিটি অ্যান্ড লকস্ক্রিন” এর মধ্যে থাকে।
strong>3. লোকেশন অপশনের মধ্যে তিন চারটি অপশন পাবেন এর মধ্যে একটি হলো লোকেশন হিস্ট্রি। এতে ক্লিক ক‍রুন।
4. এবার লোকেশন হিস্ট্রি অন অফ করার অপশন পাবেন। একে অফ করে দিন। এরপর থেকে আপনার ফোনের লোকেশন হিস্ট্রি আর সেভ হবে না।
5. কিন্তু লোকেশন হিস্ট্রি অফ করার জন্য আগে ফোনে ম‍্যাপ অন করতে হবে।
6. তারপর ম‍্যাপ সেটিংসে যান।
7. এখানে ম‍্যাপ হিস্ট্রি খুঁজে তাতে ক্লিক করুন।
8. এখানে আপনি আপনার লোকশনের পুরো ডিটেইলস পেয়ে যাবেন। যেমন কবে কোথায় গেছিলেন ইত্যাদি।
9. এখান থেকে আপনি এক এক করে পুরো হিস্ট্রি ডিলিট করতে পারবেন। চাইলে একবারেও পুরো হিস্ট্রি ডিলিট করতে পারবেন।
10. এর জন্য ওপরে ডানদিকে দেওয়া তিনটি ডটে ক্লিক করুন এবং ডিলিট অ্যাক্টিভিটি বাইতে যান। এখানে ডিলিট অল টাইমে ক্লিক করে একবারে পুরো হিস্ট্রি ডিলিট করতে পারবেন।

4. ফোটো লোকেশন অফ করে দিন

হয়তো জানেন না কিন্তু আপনার ফোটো থেকেও লোকেশন সম্পর্কিত তথ্য জানা যায়। প্রতিটি ফোনে ফোটোর সঙ্গে লোকেশন সেভ করার অপশন থাকে। যার সাহায্যে যখন আপনি কোনো ফোটো ক্লিক করেন তখন সেই লোকেশন‌ও সেভ হয়ে যায়। কিছু অ্যাপ ফাইল ও ফোটোর অ্যাক্সেস চায়। পারমিশন পেলে ফোটোর সঙ্গে সঙ্গে তারা এইসব লোকেশন‌ও দেখতে পায়। তাই ফোটো লোকেশন অফ করে রাখা উচিত। এর জন্য:
1. ক‍্যামেরা ওপেন করুন এবং ক‍্যামেরা সেটিংসে যান।
2. এখানে স্টোর লোকেশন অপশন পাবেন। এটি অফ করে দিন। এর ফলে ফোটো ক্লিকের সময় লোকেশন সেভ করা বন্ধ হয়ে যাবে।

5. ভাইরাস স্ক‍্যান করুন

ওপরে দেওয়া পদ্ধতিগুলি অবলম্বন করলে আপনার ফোন অনেকটাই সুরক্ষিত হয়ে যাবে। কিন্তু পুরোপুরি নয়। কিছু অ্যাপ ভাইরাসের মাধ্যমে তথ্য চুরি করে। এগুলি সাধারণ পদ্ধতিতে আপনি ধরতে পারবেন না। কিন্তু আপনার ফোনে ভাইরাস স্ক‍্যানার থাকলে খুব সহজেই এগুলি সনাক্ত করা যায়। এই জন্য নিয়মিত ভাইরাস স্ক‍্যান করা উচিত।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here