জেনে নিন কোন কোম্পানি সবচেয়ে কম দামে দিচ্ছে প্রতিদিন 2 জিবি 4G ডেটা, Jio, Airtel নাকি Vodafone?

ভারতীয় টেলিকম ইন্ডাস্ট্রিতে নতুন যুগের সূচনা হয়ে গেছে। Airtel, Vodafone Idea এবং Reliance Jio তাদের নতুন ট‍্যারিফ লিস্ট পেশ করে দিয়েছে। Airtel ও Vodafone Idea এর প্ল‍্যান গোটা দেশে গত 3 ডিসেম্বর থেকে চালু হয়ে গেছে এবং Reliance Jio তাদের নতুন প্ল‍্যান আগামীকাল অর্থাৎ 6 ডিসেম্বর থেকে কার্যকর করবে। সবকটি কোম্পানি তাদের ট‍্যারিফের দাম বাড়িয়ে দিয়েছে। এমতাবস্থায় সমস্ত মোবাইল ফোন ইউজারদের সামনে নতুন কনফিউশনের সৃষ্টি হয়েছে যে কোন নেট‌ওয়ার্কে খরচ কম অথচ বেশি বেনিফিট পাওয়া যাবে এবং কোন নেটওয়ার্ক নেওয়া উচিত। এই আর্টিকলে আমরা তিনটি কোম্পানির সেইসব প্ল‍্যানের ডিটেইলস নিয়ে আলোচনা করব যেই সমস্ত প্ল‍্যান রিচার্জ করলে প্রতিদিন 2 জিবি করে 4জি ডেটা উপভোগ করা যাবে। এখানে উল্লিখিত প্ল‍্যানগুলিতে Airtel, Vodafone Idea এবং Reliance Jio এর পক্ষ থেকে সবচেয়ে সস্তা প্রতিদিন 2 জিবি 4জি ডেটা পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন : Exclusive : চলে এল Samsung Galaxy A91 এর রেন্ডার, এতে থাকবে পাঞ্চ হোল ডিসপ্লে এবং ট্রিপল রেয়ার ক‍্যামেরা

Airtel এর 298 টাকা দামের প্ল‍্যান

Airtel এর পক্ষ থেকে পেশ করা 298 টাকা দামের প্ল‍্যানটি এই লিস্টের জন্য যথার্থ। এই প্ল‍্যানটির দাম আগে 249 টাকা ছিল, কিন্তু এখন প্ল‍্যান আপডেট হ‌ওয়ার পর এই প্ল‍্যানের দাম বেড়ে 298 টাকা হয়ে গেছে। এই প্ল‍্যানটি এক মাসের জন্য পেশ করা হয়েছে অর্থাৎ এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 28 দিন। এই প্ল‍্যানটি রিচার্জ করলে Airtel এর পক্ষ থেকে প্রতিদিন 2 জিবি করে 4জি ইন্টারনেট ডেটা পাওয়া যায়। অর্থাৎ 28 দিনে মোট 56 জিবি ডেটা উপভোগ করা যায়।

Airtel এর এই 298 টাকার প্ল‍্যানে প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস পাওয়া যায়। ভয়েস কলের জন্য কোম্পানি এই প্ল‍্যানে পুরো ভ‍্যালিডিটি পিরিয়ডের জন্য আনলিমিটেড কলের সুবিধা দেওয়া হচ্ছে। Airtel তাদের অন নেট ও অফ নেট উভয় কল সম্পূর্ণভাবে ফ্রি রেখেছে অর্থাৎ দেশের যে নেট‌ওয়ার্কের নাম্বারেই কল করা হোক না কেন তার জন্য কোনো চার্জ করা হবে না।

আরও পড়ুন : ফোন ব‍্যবহার করার সময় বিদ‍্যুৎপৃষ্ট, বিছানাতেই মৃত্যু 28 বছর বয়সী যুবকের

Vodafone 299 টাকা দামের প্ল‍্যান

এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি Vodafone Idea এই সেগমেন্টে টিকে থাকার জন্য 299 টাকা দামের একটি প্ল‍্যান পেশ করেছে। এই প্ল‍্যানটি প্রিপেইড গ্ৰাহকদের জন্য নতুনভাবে তৈরি করা হয়েছে। Vodafone এর এই প্ল‍্যানটি 28 দিন ভ‍্যালিডিটির জন্য পেশ করা হয়েছে এবং এই প্ল‍্যানেও প্রতিদিন 2 জিবি করে 4জি ইন্টারনেট ডেটা পাওয়া যায়। অর্থাৎ 28 দিনে 2 জিবি করে এই প্ল‍্যানেও মোট 56 জিবি ডেটা পাওয়া যায়।

Vodafone এর এই প্ল‍্যানে গ্ৰাহকদের প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস দেওয়া হয়। ভয়েস কলিঙের জন্য কোম্পানির পক্ষ থেকে আনলিমিটেড ভয়েস কলিঙের সুবিধা দেওয়া হচ্ছে। কিন্তু আনলিমিটেড কল শুধুমাত্র Vodafone টু Vodafone ফ্রি থাকবে। যদি গ্ৰাহক অন্য নেট‌ওয়ার্কে কল করতে চান তবে শুধু 1,000 মিনিট অফ নেট মিনিট পাবেন।

আরও পড়ুন : Jio পেশ করল নতুন প্ল‍্যান, দেখুন এই প্ল‍্যান এয়ারটেল ও ভোডাফোনের চেয়ে কত সস্তা

Reliance Jio এর 249 টাকা দামের প্ল‍্যান

এই সেগমেন্টে দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিকম কোম্পানি Reliance Jio সবচেয়ে সস্তা প্ল‍্যান পেশ করেছে। এই প্ল‍্যানটির দাম 249 টাকা এবং এর ভ‍্যালিডিটিও 28 দিন। এই প্রিপেইড প্ল‍্যানে কোম্পানির পক্ষ থেকে গ্ৰাহকদের প্রতিদিন 2 জিবি করে 4জি ডেটা দেওয়া হচ্ছে। অর্থাৎ এই প্ল‍্যানেও সম্পূর্ণ ভ‍্যালিডিটি জুড়ে মোট 56 জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়া এই প্ল‍্যানেও কোম্পানি প্রতিদিন 100টি করে এস‌এম‌এস বিনামূল্যে দেওয়া হবে।

ভয়েস কলিঙের ক্ষেত্রে Reliance Jio অন নেট ও অফ নেট কলের সীমাবদ্ধতা রেখেও যথেষ্ট বেনিফিট দিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে আনলিমিটেড অন নেট কলের সঙ্গে অফ নেট কলের জন্য 1,000 মিনিট টকটাইম দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : Oppo Reno সিরিজ এবং Oppo A সিরিজের ফোনে পাওয়া যাচ্ছে অসাধারণ ছাড়, কোনো ডাউন পেমেন্ট ও সুদ ছাড়াই ফোন কেনার সুবর্ণ সুযোগ

সব মিলিয়ে দেখা যাচ্ছে, প্রতিদিন 2 জিবি করে ডেটা উপভোগ করতে চাইলে Reliance Jio এর 249 টাকার প্ল‍্যানটি Airtel ও Vodafone Idea এর থেকে প্রায় 50 টাকা কম দামে পাওয়া যাচ্ছে। অন‍্যদিকে যদি ভয়েস কলের কথা ওঠে তবে Airtel তাদের গ্ৰাহকদের বিনামূল্যে গোটা দেশ জুড়ে আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা দিচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here