নোকিয়া লঞ্চ করল 50MP Camera সহ নতুন সস্তা স্মার্টফোন Nokia G11 Plus, জেনে নিন বিস্তারিত

নোকিয়া ব্র্যান্ডের মালিক কোম্পানি HMD Global আজ ভারতের মার্কেটে তাদের সস্তা স্মার্টফোন Nokia G11 Plus লঞ্চ করেছে। 50MP Camera, 90Hz Display, 4GB RAM এবং 5,000mAh ব্যাটারির মতো ফিচারযুক্ত এই ফোনটির দাম রাখা হয়েছে 12,499 টাকা। এই পোস্টে Nokia G11 Plus সম্পর্কিত সমস্ত তথ্য বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: 108MP Camera সহ লঞ্চ হল Xiaomi 12T স্মার্টফোন, 120W fast charging-এর দৌলতে কয়েক মিনিটেই হয়ে যাবে ফুল চার্জ

Nokia G11 Plus এর দাম

ভারতীয় বাজারে Nokia G11 Plus ফোনটি একটি ভেরিয়েন্টেই লঞ্চ করা হয়েছে। এই ফোনে 4GB RAM এর সঙ্গে 64GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। Nokia G11 Plus ফোনটি 12,499 টাকা দামে Lake Blue এবং Charcoal Grey কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

Nokia G11 Plus এর স্পেসিফিকেশন

কোম্পানি তাদের Nokia G11 Plus ফোনটি 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 720 x 1600 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.517 ইঞ্চির HD+ ডিসপ্লের সঙ্গে পেশ করেছে। এই ফোনের ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশরেট এবং 180 হার্টস টাচ সাম্পেলিং রেটে কাজ করে। এই ফোনটি পলিকার্বনেট বডি দিয়ে তৈরি এবং এর ডায়মেনশন 8.55×164.8×75.9 এমএম ও ওজন 192 গ্রাম। আরও পড়ুন: জেনে নিন PUBG মোবাইল 2.2 আপডেটে Gliding Doll Skill এর সম্পর্কে বিশেষ কিছু তথ্য

Nokia G11 Plus ফোনটি Android 12 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে যা আগামী 2 বছর পর্যন্ত ওএসের আপডেট পেতে থাকবে। অর্থাৎ খুব তাড়াতাড়ি ফোনটি Android 13 আপডেটও পেয়ে যাবে। প্রসেসিঙের জন্য এই ফোনে Unisoc T606 চিপসেট রয়েছে। Nokia G11 Plus ফোনটিতে 4GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে এই ফোনের মেমরি 512GB পর্যন্ত বাড়ানো যায়।

ফটোগ্রাফির জন্য Nokia G11 Plus ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। আরও পড়ুন: 100KM রেঞ্জের সঙ্গে লঞ্চ হল সস্তা ব্যাটারিচালিত স্কুটি, আগুন ধরার ভয়ও নেই

Nokia G11 Plus ফোনটি একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4G VoLTE সাপোর্ট করে। 3.5 এমএম হেডফোন জ্যাকের সঙ্গে এই ফোনে অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচার রয়েছে। ফোনটিকে ওয়াটারপ্রুফ করার জন্য এটিকে IP52 রেটিং দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Nokia G11 Plus ফোনে 10 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত 5,000mAh ব্যাটারি রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here