50MP Camera এবং 90Hz Punch-Hole স্ক্রিন সহ লঞ্চ হল 9 হাজারের রেঞ্জের এই ফোন, জেনে নিন বিস্তারিত

টেক ব্র্যান্ড ইনফিনিক্স মার্কেটে তাদের স্মার্টফোনের পরিধি বাড়িয়ে Infinix Smart 8 Pro স্মার্টফোন পেশ করা হয়েছে। গ্লোবাল মার্কেটে এই ফোনটি 16GB RAM (8GB+8GB), 50MP Camera এবং MediaTek Helio G36 চিপসেট সহ পেশ করা হয়েছে। বিদেশের মার্কেটে এই ফোনটি মাত্র 9 হাজার টাকার রেঞ্জে সেল করা হবে। ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Infinix Smart 8 Pro এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Infinix Smart 8 Pro ফোনে 720 x 1612 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হল স্টাইলের এই স্ক্রিন এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং এটি 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।
  • প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং এক্সওএস 13 এর সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি36 অক্টাকর প্রসেসর রয়েছে। এছাড়া এই ফোনে expandable RAM ফিচার যোগ করা হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Infinix Smart 8 Pro ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে কোয়াড এলইদি ফ্লাশ সহ এফ/1.85 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এআই লেন্স দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,000mAh ব্যাটারি রয়েছে। এর সঙ্গে এই ফোনে 10 ওয়াট চার্জিং ফিচার এবং ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে।
  • অন্যান্য: এই ফোনে 3.5mm jack এবং Bluetooth 5.0 এর সঙ্গে সাইদ মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। এই ফের থিকনেস 8.5 এমএম এবং ওজন 189 গ্রাম।

Infinix Smart 8 Pro এর দান

মার্কেটে এই ফোনটি 4GB RAM + 128GB Storage এবং 8GB RAM + 256GB Storage সহ দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। কোম্পানি এখন পর্যন্ত এই ফোনের দাম জানায়নি, তবে গ্লোবাল মার্কেটে এই ফোন $100 অর্থাৎ প্রায় 8,999 টাকা দামে সেল করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি Timber Black, Galaxy White, Shiny Gold এবং Rainbow Blue কালারে পেশ করা হয়েছে এবং আগামী দিনে ফোনটি ভারতেও লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here